সরকারি বরিশাল কলেজে যুব রেডক্রিসেন্ট কমিটি গঠন

সরকারি বরিশাল কলেজে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যুব রেডক্রিসেন্ট সরকারি বরিশাল কলেজ শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। ছবি: নাইম ইসলাম
সরকারি বরিশাল কলেজে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যুব রেডক্রিসেন্ট সরকারি বরিশাল কলেজ শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। ছবি: নাইম ইসলাম

বরিশাল মহানগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি বরিশাল কলেজে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যুব রেডক্রিসেন্ট সরকারি বরিশাল কলেজ শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।

গতকাল শনিবার বরিশাল কলেজ ক্যাম্পাসের ব্যবস্থাপনা বিভাগে এক অনুষ্ঠানে এই কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনটির কার্যক্রম এবং উদ্দেশ্য তুলে ধরেন যুব রেডক্রিসেন্ট, সরকারি বরিশাল কলেজ শাখার উপদেষ্টা আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক পার্থ রায়।

যুব রেডক্রিসেন্ট, সরকারি বরিশাল কলেজ শাখার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পার্থ রায় ও উপদেষ্টা আশরাফুল ইসলামের উপস্থিতিতে কলেজ অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক ১০৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন। ব্যবস্থাপনা বিভাগের মেধাবী শিক্ষার্থী সুশান্ত কুমারকে দলনেতা এবং ইংরেজি বিভাগের আরিফ ও ব্যবস্থাপনা বিভাগের বণাকে সহকারী দল নেতা মনোনীত করে ১০টি উপদলের সমন্বয়ে সরকারি বরিশাল কলেজ শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়।

সব সময় নতুন কিছু করার প্রত্যয়ে থাকা শিক্ষার্থীদের সবাইকে ধন্যবাদ জানান কলেজ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। সবাইকে একই নীতিতে একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বরিশাল জেলা যুব রেড ক্রিসেন্ট'র সদস্যরা ছাড়াও অংশ নেন সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থীরা।