ইউপিএর উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় বক্তারা। ছবি: প্রেস বিজ্ঞপ্তি
বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় বক্তারা। ছবি: প্রেস বিজ্ঞপ্তি

‘সকলের জন্য নিরাপদ ও কার্যকরী ওষুধ’ প্রতিপাদ্য নিয়ে ২৫ সেপ্টেম্বর পালিত হলো বিশ্ব ফার্মাসিস্ট দিবস। এ উপলক্ষে ইউএসটিসি ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা কার্যকর ওষুধ প্রস্তুতে সর্বোচ্চ গুণগত মান এবং এর সর্বোপরি নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের ভূমিকা ও দায়িত্ব নিয়ে আলোচনা করেন।

ইউপিএর এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

আলোচকেরা দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ওষুধের সর্বোচ্চ নিরাপদ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে উন্নত বিশ্বের মতো আমাদের দেশেও ফার্মাসিস্টদের অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। ইউপিএর সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক হাসান কাউসার। অনুষ্ঠানে বক্তব্য দেন রাকিব হোসেন ভুইয়া, শাহনুর রহমান, মোহাম্মদ আবু সাইদ, মোস্তফা আল এমরান, সাফায়াত মাহমুদ প্রমুখ।