ওরওয়ার সভাপতি নসরুল হামিদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান

ওল্ড রেমিয়ান্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (ওরওয়া) কার্যনির্বাহী পরিষদের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত
ওল্ড রেমিয়ান্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (ওরওয়া) কার্যনির্বাহী পরিষদের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ওল্ড রেমিয়ান্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (ওরওয়া) ২০১৯-২০২১ সালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্যারাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ সেপ্টেম্বর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মিলনায়তনে ওল্ড রেমিয়ান্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের বার্ষিক সভা হয়। সভায় নসরুল হামিদ সভাপতি ও মশিউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওল্ড রেমিয়ান্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ২০১৬-২০১৮ সালের কার্যনির্বাহী পরিষদের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শেষে নির্বাচনের মাধ্যমে সংগঠনের ২০১৯-২০২১ সালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হন নসরুল হামিদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মশিউর রহমান। নসরুল হামিদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুলের ১৯৮০ সালের এসএসসি ব্যাচের পরীক্ষার্থী ও মশিউর রহমান ১৯৭৭ সালের এসএসসি ব্যাচের পরীক্ষার্থী ছিলেন।