ভূমি মন্ত্রণালয়ের 'ভূমি বার্তা'র যাত্রা শুরু

ভূমি মন্ত্রণালয়ের নিউজ লেটার ‘ভূমি বার্তা’ প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছে। ভূমি মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর, সংস্থার বিগত এক বছরের উন্নয়ন কর্মকাণ্ডের সংবাদের ওপর ভিত্তি করে ভূমি বার্তার প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছে। পরবর্তী সময়ে ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে বছরে দুবার ভূমি বার্তা প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রতিশ্রুতি অনুযায়ী নিউজ লেটার ভূমিবার্তার যাত্রা শুরু হয়েছে।

ভূমি মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থার প্রশাসনিক ব্যবস্থা নিয়ে ‘আপনার ভূমি মন্ত্রণালয় সম্পর্কে জানুন’ শীর্ষক একটি বিস্তারিত নিবন্ধ আছে, যাতে সবাই ভূমি মন্ত্রণালয় সম্পর্কে ধারণা পেতে পারে।

ভূমি বার্তার প্রিন্ট সংস্করণের সঙ্গে সঙ্গে এর ডিজিটাল সংস্করণও প্রকাশ করা হয়েছে। ভূমি বার্তার ডিজিটাল সংস্করণ পাওয়া যাবে ভূমি মন্ত্রণালয়ের অফিশিয়াল পোর্টাল (www.minland.portal.gov.bd) ও মন্ত্রণালয়ের ফেসবুক পেজে (www.facebook.com/minland.gov.bd)।