বৃদ্ধ মা-বাবার সেবায় 'মমতাময় সম্মাননা' পেলেন দুই শিক্ষক

মাহবুব রশিদ চৌধুরীর হাতে ‘মমতাময় সম্মাননা’ তুলে দেওয়া হচ্ছে। ছবি: রাকিব হোসেন
মাহবুব রশিদ চৌধুরীর হাতে ‘মমতাময় সম্মাননা’ তুলে দেওয়া হচ্ছে। ছবি: রাকিব হোসেন

বৃদ্ধ মা-বাবার সেবা করে ‘মমতাময় সম্মাননা’ পেয়েছেন লক্ষ্মীপুরের দুই শিক্ষক। গত মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসের অনুষ্ঠানে ওই শিক্ষকদের হাতে সম্মাননা পদক তুলে দেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

পদক পাওয়া দুই শিক্ষক হলেন কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল কলেজের প্রভাষক (ব্যবস্থাপনা) মুহাম্মদ মাহমুদুর রহমান এবং লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজের প্রভাষক (পৌরনীতি ও সুশাসন) মাহবুব রশিদ চৌধুরী।

প্রভাষক মুহাম্মদ মাহমুদুর রহমানের হাতে ‘মমতাময় সম্মাননা’ তুলে দেওয়া হচ্ছে। ছবি: রাকিব হোসেন
প্রভাষক মুহাম্মদ মাহমুদুর রহমানের হাতে ‘মমতাময় সম্মাননা’ তুলে দেওয়া হচ্ছে। ছবি: রাকিব হোসেন

এর আগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন উপলক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের যৌথ উদ্যোগে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘বয়সের সমতার পথে যাত্রা’।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. আশফাকুর রহমান ও প্রবীণ হিতৈষী সংঘ জেলা কমিটির আহ্বায়ক মো. রুহুল আমিন মাস্টার।

বক্তারা বলেন, প্রবীণদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়। প্রবীণেরা সমাজের বোঝা নন, তাঁরাও দেশের সম্পদ। এ জন্য তাঁদের সম্মান দেখানো সবার কর্তব্য।