বীরগঞ্জে জাতীয় জন্মনিবন্ধন দিবস পালিত

জাতীয় জন্মনিবন্ধন দিবস উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর, বীরগঞ্জ, দিনাজপুর, ৬ অক্টোবর। ছবি: মো. তোফাজ্জল হোসেন
জাতীয় জন্মনিবন্ধন দিবস উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর, বীরগঞ্জ, দিনাজপুর, ৬ অক্টোবর। ছবি: মো. তোফাজ্জল হোসেন

‘জন্মসনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার’ স্লোগান সামনে রেখে জাতীয় জন্মনিবন্ধন দিবস পালিত হয়েছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার এরশাদুল হক মানিক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. নাজিম উদ্দিন প্রমুখ।