পূজায় জগন্নাথ হলে মেলা

মেলায় নাগরদোলা। জগন্নাথ হল মাঠ, ঢাবি, ৫ অক্টোবর। ছবি: তাইয়্যেবুর রহমান
মেলায় নাগরদোলা। জগন্নাথ হল মাঠ, ঢাবি, ৫ অক্টোবর। ছবি: তাইয়্যেবুর রহমান

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে বসেছে জাঁকজমকপূর্ণ মেলা। গত শুক্রবার দুপুরের পর থেকে শুরু হয়েছে মেলা।

জগন্নাথ হল মাঠের মেলায় মিনি ম্যাজিক নৌকা রাইড। ঢাবি, ৫ অক্টোবর। ছবি: তাইয়্যেবুর রহমান
জগন্নাথ হল মাঠের মেলায় মিনি ম্যাজিক নৌকা রাইড। ঢাবি, ৫ অক্টোবর। ছবি: তাইয়্যেবুর রহমান

পূজাকে ঘিরে প্রতিবছরেই মেলা বসে জগন্নাথ হল মাঠে। মেলায় বিক্রেতারা নানা ধরনের পণ্যের পসরা নিয়ে বসেছেন। মেলা চলবে দশমীর দিন রাত পর্যন্ত।

গতকাল শনিবার বিকেলে জগন্নাথ হলের মাঠে গিয়ে দেখা যায়, মন্দিরে চলছে দুর্গাপূজার নানা আয়োজন। পাশেই চলছে মেলা। মেলায় শিশুদের বিনোদনের জন্য আয়োজন করা হয়েছে ট্রেন, নাগরদোলা, চরকি, মিনি ম্যাজিক নৌকা রাইডসহ নানা ধরনের খেলনার দোকানের। এ ছাড়া চুড়ি, ব্রেসলেট, কানের দুল, পুঁতির মালা, কাঠের মালা, রকমারি টিপ, নূপুর, ক্লিপসহ অনেক রকমারি পণ্য পাওয়া যাচ্ছে। রয়েছে দোতারা, তবলা, বাঁশের বাঁশি ও শিশুদের বিভিন্ন ধরনের খেলনা।

মেলায় চুড়ি, ব্রেসলেট, কানের দুল, পুঁতির মালা, কাঠের মালা, রকমারি টিপ, নূপুর, ক্লিপসহ অনেক রকমারি পণ্য পাওয়া যাচ্ছে। জগন্নাথ হল মাঠ, ঢাবি, ৫ অক্টোবর। ছবি: তাইয়্যেবুর রহমান
মেলায় চুড়ি, ব্রেসলেট, কানের দুল, পুঁতির মালা, কাঠের মালা, রকমারি টিপ, নূপুর, ক্লিপসহ অনেক রকমারি পণ্য পাওয়া যাচ্ছে। জগন্নাথ হল মাঠ, ঢাবি, ৫ অক্টোবর। ছবি: তাইয়্যেবুর রহমান

মেলায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে মাঠের সবুজ ঘাসে বসে জিরিয়ে নিতে পারেন। আর খিদে লাগলে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন। এ ছাড়া বরই, তেঁতুল, কলা, জলপাই, আমড়ার টক-ঝাল-মিষ্টি ভর্তাও আছে।

দুর্গাপূজা উপলক্ষে মেলায় দোকান নিয়ে বসেছেন দুই বোন। ব্যস্ততার ফাঁকেও নজর রেখেছেন শিশুর দিকে। শিশুকে দুধ খাওয়াচ্ছেন। জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৫ অক্টোবর। ছবি: তাইয়্যেবুর রহমান
দুর্গাপূজা উপলক্ষে মেলায় দোকান নিয়ে বসেছেন দুই বোন। ব্যস্ততার ফাঁকেও নজর রেখেছেন শিশুর দিকে। শিশুকে দুধ খাওয়াচ্ছেন। জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৫ অক্টোবর। ছবি: তাইয়্যেবুর রহমান

পূজায় আসা শিশুরা এমন মেলার আয়োজন দেখে খুবই খুশি। তারা চরকি, ট্রেন ও ম্যাজিক নৌকায় ওঠা ও খেলায় ব্যস্ত। নারীরা ঘুরে ঘুরে পছন্দমতো পণ্য কিনছেন।

বিক্রেতারা জানান, প্রথম দিন বেচাকেনা কম হলেও দ্বিতীয় দিন থেকে বেড়েছে। অষ্টমী, নবমী ও দশমীর দিন বিক্রি বেশি হবে বলে আশা করছেন তাঁরা।

*এস এম তাইয়্যেবুর রহমান, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা)