ফেঞ্চুগঞ্জে পূজার আনন্দ বাড়িয়ে দিতে সাংস্কৃতিক অনুষ্ঠান

ফেঞ্চুগঞ্জে শারদীয় দুর্গোৎসবের আনন্দ বাড়িয়ে দিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: রুমেল আলী
ফেঞ্চুগঞ্জে শারদীয় দুর্গোৎসবের আনন্দ বাড়িয়ে দিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: রুমেল আলী

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ বাড়িয়ে দিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত শনিবার রাতে ফেঞ্চুগঞ্জ বাজারের নাথ কলোনিতে পূজামণ্ডপ কমিটির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

দর্শনার্থীদের জন্য ভিন্নমাত্রার এ আয়োজনে গান গেয়ে শোনান শিল্পীরা। গান পরিবেশন করেছেন ফাগুন ব্যান্ডের শিল্পী পান্না, দীপা ও নন্দিতা। শিল্পীরা মনজুড়ানো গান গেয়ে আগত দর্শকদের আনন্দে মাতিয়ে রাখেন। দর্শকদের অনুরোধের গান গেয়েও প্রশংসা কুড়িয়েছেন শিল্পীরা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা, নাথ কলোনি সর্বজনীন পূজামণ্ডপের সভাপতি সুভাষ চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক মনি লাল ভৌমিক, সাংগঠনিক সম্পাদক বলরাম দেবনাথসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতোরা।