ফুলপুরে কংশ নদের ভাঙনে আতঙ্কে এলাকাবাসী

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের আন্দন বাজার এলাকায় কংশ নদ ভাঙছে। এতে আশপাশের কয়েকটি গ্রাম ঝুঁকিতে রয়েছে। ছবি: মো. ইয়াকুব আলী
ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের আন্দন বাজার এলাকায় কংশ নদ ভাঙছে। এতে আশপাশের কয়েকটি গ্রাম ঝুঁকিতে রয়েছে। ছবি: মো. ইয়াকুব আলী

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের আন্দন বাজার এলাকায় কংশ নদ ভাঙছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদের পাড় ভাঙছে। ভাঙন এলাকা থেকে প্রায় আধা কিলোমিটার দূরে এখন আন্দন বাজারসহ ঝুঁকির মুখে আছে পলাশকান্দা, পুটিয়া, পুরাপুটিয়া, ধনারভিটা, ডেফুলিয়া, বাঁশতলা, শীলপুরসহ বেশ কয়েকটি গ্রাম। পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার ফইন্নাসহ কয়েকটি গ্রাম ঝুঁকিতে রয়েছে।

এর আগে কংশের করাল গ্রাসে অনেক পরিবার সর্বস্বান্ত হয়ে পথে বসেছে।

মোগল আমলের প্রাচীন এ জনপদটি কংশের কারণে হারিয়ে গিয়ে ছোট্ট এক বাজারে পরিণত হয়েছে। নদটি ১৯৮৭ সাল থেকে গতিপথ পরিবর্তন করে দক্ষিণ পাশে সরে এসে ডেফলিয়া বাজার গ্রাস করে দিনে দিনে মারাত্মক রূপ ধারণ করেছে। বাঁশতলা উচ্চবিদ্যালয়টি নদ থেকে মাত্র ২৫-৩০ গজ দূরে। বাঁশতলা উচ্চবিদ্যালয় ও পাশের বাঁশতলা প্রাথমিক বিদ্যালয় দুটিতে প্রায় এক হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। বিদ্যালয় দুটিও ঝুঁকির মুখে।