নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজ সাংস্কৃতিক উৎসব

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল কাৎসুশি ফুরুসাওয়া। ছবি: সায়েক সজীব
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল কাৎসুশি ফুরুসাওয়া। ছবি: সায়েক সজীব

গাজীপুরের পুবাইলে অবস্থিত জাপানের ব্যবস্থাপনায় পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে প্রতিবারের মতো এবারও বার্ষিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠানে জাপান এবং বাংলাদেশের শিল্পী, কলাকুশলীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হয় নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজের ইনডোর স্টেডিয়ামে।

সাংস্কৃতিক উৎসবে জাপানিজ গান পরিবেশন করছেন জাপানের শিল্পী। ছবি: সায়েক সজীব
সাংস্কৃতিক উৎসবে জাপানিজ গান পরিবেশন করছেন জাপানের শিল্পী। ছবি: সায়েক সজীব

অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল কাৎসুশি ফুরুসাওয়া।

নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অন্যান্য স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। ছবি: সায়েক সজীব
নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অন্যান্য স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। ছবি: সায়েক সজীব

সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল নানাবিধ প্রদর্শনী, পিঠা উৎসব, ঘোড়দৌড়সহ নানা খেলাধুলা। বিশেষ আকর্ষণ ছিল জাপানিজ শিল্পীদের পরিচালনায় বাংলা ও জাপানিজ গানের কনসার্ট। প্রতিযোগিতায় অন্যান্য স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। এই প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিলে বিভিন্ন ইভেন্টে প্রায় ৪০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। এর মধ্যে ছবি আঁকা, কবিতা, নাচ, গান ও অভিনয়ে সেরা পাঁচজনকে পুরস্কার দেওয়া হয়।