দিরাইয়ে শিশু অধিকার সপ্তাহ উদ্যাপন

সুনামগঞ্জের দিরাইয়ে শিশু অধিকার সপ্তাহ উদ্‌যাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের দিরাইয়ে শিশু অধিকার সপ্তাহ উদ্‌যাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাইয়ে শিশু অধিকার সপ্তাহ উদ্‌যাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের আয়োজনে গতকাল সোমবার দিরাই বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ইসলামিক রিলিফ বাংলাদেশের সুবিধাপ্রাপ্ত শিশু সানজিদা হক ও মৌ চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য দেন দিরাই ফিল্ড অফিসারসহ প্রোগ্রাম অফিসার মো. নূর নবী।

‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজন করা হয় দিরাই বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে। ছবি: সংগৃহীত
‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজন করা হয় দিরাই বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে। ছবি: সংগৃহীত

দিরাই উপজেলার আয়োজনে এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিৎ দেব। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী প্রমুখ।