লক্ষ্মীপুরে ডিজিটাল সাদাছড়ি পেলেন ৩০ দৃষ্টিপ্রতিবন্ধী

বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে বিনা মূল্যে ৩০ জন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে ডিজিটাল সাদাছড়ি দেওয়া হয়েছে। কালেক্টরেট ভবন প্রাঙ্গণ, লক্ষ্মীপুর, ১৫ অক্টোবর। ছবি: রাকিব হোসেন
বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে বিনা মূল্যে ৩০ জন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে ডিজিটাল সাদাছড়ি দেওয়া হয়েছে। কালেক্টরেট ভবন প্রাঙ্গণ, লক্ষ্মীপুর, ১৫ অক্টোবর। ছবি: রাকিব হোসেন

‘সাদাছড়ি ব্যবহার করি, নিশ্চিন্তে পথ চলি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে বিশ্ব সাদাছড়ি দিবস পালন করা হয়েছে। দিবস উপলক্ষ বিনা মূল্যে ৩০ জন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে ডিজিটাল সাদাছড়ি দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ডিজিটাল সাদাছড়ি প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবু জাফর ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে ৩০ জন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে বিনা মূল্যে ডিজিটাল সাদাছড়ি দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার সাদাছড়ি দেওয়া হয়। ছবি: রাকিব হোসেন
বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে ৩০ জন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে বিনা মূল্যে ডিজিটাল সাদাছড়ি দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার সাদাছড়ি দেওয়া হয়। ছবি: রাকিব হোসেন

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিশ্চিন্তে চলাফেরার জন্য দৃষ্টিপ্রতিবন্ধীদের সাদাছড়ি ব্যবহার খুবই জরুরি। বর্তমানে ডিজিটাল সাদাছড়িতে দৃষ্টিপ্রতিবন্ধীর শ্রবণযোগ্য বিভিন্ন দিকনির্দেশনা রয়েছে, যা তাঁর চলাচল সহজ করে দেয়। এ ছাড়া সাদাছড়ি ব্যবহারকারীদের দৃষ্টিপ্রতিবন্ধী বলে সহজেই শনাক্ত করা যায়।