রূপগঞ্জে এতিম শিশুদের নিয়ে প্রজন্ম মেলা

বৃদ্ধাশ্রমের মানুষ ও এতিম শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল প্রজন্ম মেলা। ছবি: সংগৃহীত
বৃদ্ধাশ্রমের মানুষ ও এতিম শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল প্রজন্ম মেলা। ছবি: সংগৃহীত

এতিম শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল প্রজন্ম মেলা। এ আয়োজন উপলক্ষে এক কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

গত শুক্রবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ‘আফনান দাদার’ বাড়িতে এ আয়োজন করে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল চেইন ফর ডেভেলপমেন্ট (এসসিডি)।

মেলার মাধ্যমে দুই প্রজন্মের মধ্য পারিবারিক বন্ধন তৈরির চেষ্টা করা হয়েছে। ছবি: সংগৃহীত
মেলার মাধ্যমে দুই প্রজন্মের মধ্য পারিবারিক বন্ধন তৈরির চেষ্টা করা হয়েছে। ছবি: সংগৃহীত

এসসিডি বলছে, প্রজন্ম মেলার স্লোগান ছিল ‘একমাত্র সামাজিক বন্ধন পারে আমাদের সামাজিক উন্নয়ন করতে’। দীর্ঘদিন বৃদ্ধাশ্রমে থাকা লোকগুলো আপনজনের আদর, সোহাগ ও ভালোবাসা থেকে বঞ্চিত হয়। আর এতিম শিশুরা স্নেহ, মায়া, মমতা থেকে বঞ্চিত। তাই এ মেলার মধ্য দিয়ে একে অপরের সুখ–দুঃখ ভাগ করে তারা। তাদের মুখে হাসি ফোটানোই এ আয়োজনের লক্ষ্য।

প্রজন্ম মেলায় বৃদ্ধাশ্রমের মানুষ ও এতিম শিশুরা নিজেদের সুখ–দুঃখ ভাগ করে নেয়। ছবি: সংগৃহীত
প্রজন্ম মেলায় বৃদ্ধাশ্রমের মানুষ ও এতিম শিশুরা নিজেদের সুখ–দুঃখ ভাগ করে নেয়। ছবি: সংগৃহীত

এসসিডির উপদেষ্টা শারমিন নাহার বলেন, ‘এ মেলার মাধ্যমে একটা বিষয় লক্ষ করেছি—দুই প্রজন্মের মধ্য একটা পারিবারিক বন্ধন তৈরি হয়েছে। সংগঠনটির এই ক্ষুদ্র প্রয়াসকে সার্থক করতে সবার একান্ত সহযোগিতা প্রয়োজন।’