চার শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে 'আলোকিত ফেনী'

বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ (২০১৮ সালে অনুষ্ঠিত) চার শতাধিক আলোকিত শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ‘আলোকিত ফেনী ফাউন্ডেশন’। গতকাল বুধবার (২৩ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার সম্মাননা তুলে দেওয়া হয়।
বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ (২০১৮ সালে অনুষ্ঠিত) চার শতাধিক আলোকিত শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ‘আলোকিত ফেনী ফাউন্ডেশন’। গতকাল বুধবার (২৩ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার সম্মাননা তুলে দেওয়া হয়।

২০১৮ সালের পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় চার শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ‘আলোকিত ফেনী ফাউন্ডেশন’। গতকাল বুধবার (২৩ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চার শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পি কে এম এনামুল করিম বলেন, ‘ফেনীতে শিশুদের নিয়ে নিয়মিত বৃত্তি আয়োজনের জন্য আলোকিত ফেনী ফাউন্ডেশন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আশা করব, ফেনীর সময়–এর আয়োজনে এ কার্যক্রম অব্যাহত থাকবে।’ তিনি আরও বলেন, শিশুদের শিক্ষা দিতে হবে আনন্দদায়ক পরিবেশে।

দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনীর সম্পাদক এবং আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল কান্তি পাল, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আয়নুল কবির শামীম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বৃত্তিপ্রাপ্ত প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চার শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

২০১০ সাল থেকে শিশুশিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক এই পরীক্ষা প্রতিবছর সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১৯ সালের পরীক্ষা আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।