জাতিসংঘের কর্মশালা ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয়েছে

জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থার আয়োজনে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছবি: লেখক
জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থার আয়োজনে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছবি: লেখক

জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থার আয়োজনে ‘Booster Training for Family United Programme’ শীর্ষক কর্মশালা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত হয়েছে।

১৬ থেকে ১৮ অক্টোবর জাকার্তার তামরিন হোটেলে তিন দিনের এই কর্মশালায় পারিবারিক মূল্যবোধ কিশোর–কিশোরীদের মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় রক্ষার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

কর্মশালায় অভিভাবক ও সন্তানের মধ্যে সম্পর্ক সহজ ও আনন্দময় করার জন্য তিনটি দলে চারটি অধিবেশন পরিচালনা করা হয়। সন্তান, অভিভাবক আলাদাভাবে ১ ঘণ্টা এবং একত্রে ১ ঘণ্টা এভাবে প্রতি সপ্তাহে ২ ঘণ্টা করে মোট চারটি অধিবেশনে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার মাদক নিয়ন্ত্রণ বোর্ডের উপপ্রধান অঞ্জন প্রামুকা পুত্র, জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থার কান্ট্রি ম্যানেজার ও লিয়াজোঁ অফিসার কোলি ব্রাউন, বাংলাদেশে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর সীমা যোশি আর্য ও ইন্দোনেশিয়ায় জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর নরেন্দ্র মহোত্তমা।

১৬ থেকে ১৮ অক্টোবর জাকার্তার তামরিন হোটেলে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থার তিন দিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছবি: লেখক
১৬ থেকে ১৮ অক্টোবর জাকার্তার তামরিন হোটেলে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থার তিন দিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছবি: লেখক

কর্মশালায় বলা হয়, পারিবারিক মূল্যবোধ ও মা-বাবার স্নেহসান্নিধ্য ৭ থেকে ১৫ বছর বয়সী কিশোর–কিশোরীদের মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে অনেকাংশে রক্ষা করতে পারে। তাই পরিবারকে একটি আনন্দময় আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলাই এই কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থার কান্ট্রি ম্যানেজার ওয়াদি মালোফ‌ও মিলোস স্টোজানোভিক এবং ‘UNited Family Skill’ তত্ত্ব প্রণেতা ও ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রেইচেল কালাম ও আলা এলকানি।

ইতিমধ্যে ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে ৫০টি পরিবার পাইলট কার্যক্রমে অংশগ্রহণ করে এবং United Family Skills অভিভাবক ও সন্তানদের কাছে ব্যাপক সমাদৃত হয়। ছোট ছোট খেলা, প্রশ্ন–উত্তর নাটিকা প্রভৃতির মাধ্যমে পরিবারের সদস্যদের মধ্যে সহজ যোগাযোগ গড়ে ওঠে। তারা মনে করে এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে তারা উপকৃত হয়েছে। বর্তমান সময়ে এ ধরনের কর্মসূচি বেশি বেশি গ্রহণ করা দরকার বলে তারা মনে করে।