কোম্পানীগঞ্জে শিশুদের জ্ঞান বিকাশে ভূমিকা রাখছে 'শেখ রাসেল স্কলারশিপ'

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিশুশিক্ষার্থীদের জ্ঞান বিকাশে বৃত্তির আয়োজন করেছে ‘শেখ রাসেল স্কলারশিপ’। ছবি: লেখক
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিশুশিক্ষার্থীদের জ্ঞান বিকাশে বৃত্তির আয়োজন করেছে ‘শেখ রাসেল স্কলারশিপ’। ছবি: লেখক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিশুশিক্ষার্থীদের জ্ঞান বিকাশে বৃত্তির আয়োজন করল ‘শেখ রাসেল স্কলারশিপ’। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ উপলক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ছবি: লেখক
নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ছবি: লেখক

প্রতিবারের মতো এবার স্থানীয় বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের পরিচালনায় এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নোয়াখালী ও ফেনী জেলার তৃতীয় থেকে অষ্টম শ্রেণির হাজারো শিশুশিক্ষার্থী অংশগ্রহণ করে।

বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক আবু তাহের দুলাল জানান, শেখ রাসেল স্কলারশিপ পরীক্ষা শিশুদের জ্ঞান বিকাশে ভূমিকা রাখায় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বাড়তি আগ্রহের সৃষ্টি করেছে।

আগামী ১১ ডিসেম্বর বৃত্তির ফলাফল ঘোষণা করা হবে। ডিসেম্বর মাসের শেষের দিকে স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সনদ ও শিক্ষা-উপকরণ তুলে দেওয়া হবে। ছবি: লেখক
আগামী ১১ ডিসেম্বর বৃত্তির ফলাফল ঘোষণা করা হবে। ডিসেম্বর মাসের শেষের দিকে স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সনদ ও শিক্ষা-উপকরণ তুলে দেওয়া হবে। ছবি: লেখক

বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি সোহরাব হোসেন জানান, এই বৃত্তি পরীক্ষা ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করবে। পরীক্ষা পরিচালনায় সহযোগিতার জন্য তিনি অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যদের ধন্যবাদ জানান।

বৃত্তি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, আগামী ১১ ডিসেম্বর বৃত্তির ফলাফল ঘোষণা করা হবে। ডিসেম্বর মাসের শেষের দিকে এক অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার, সনদ ও শিক্ষা-উপকরণ তুলে দেওয়া হবে।