ভারতে যুব পুরস্কার পেলেন বাংলাদেশের ফিরোজ

ভারতে বিশেষ সম্মাননা পেলেন ফিরোজ আলম সুমন। ছবি: লেখক
ভারতে বিশেষ সম্মাননা পেলেন ফিরোজ আলম সুমন। ছবি: লেখক

বাংলাদেশের যুবকদের নিয়ে বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখায় ভারতে বিশেষ সম্মাননা পেলেন ফিরোজ আলম সুমন। ১৩ অক্টোবর দিল্লির অশোকা রোডে অবস্থিত অন্ধ্র ভবনের ভিআইপি হলে এ সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশের ইয়ুথদের পক্ষ থেকে ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’র (সিসিএস) উপদেষ্টা ফিরোজ আলম সুমন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিল্লির রাজ্য সভার সংসদ সদস্য ড. নরেন্দ্র যাদব। বাংলাদেশের যুবকদের নিয়ে বিভিন্ন সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় ফিরোজ আলম সুমনকে সম্মাননা দেওয়া হয়।

ভারতের ‘ন্যাশনাল ইয়ুথ অ্যাওয়ার্ডস ফেডারেশন’ ও ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ সোসাইটি’র পক্ষ থেকে এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০ জন তরুণকে সম্মাননা দেওয়া হয়। নিজ নিজ দেশের বা সমাজের মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী তরুণদের মধ্য থেকে কয়েকটি ধাপে বাছাই করে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।