বিল বোর্ডে দেওয়া নম্বরে ফোন, বন্ধ হলো বাল্য বিয়ে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিল বোর্ডে দেওয়া নম্বরে ফোন পেয়ে এক কিশোরীর বাল্য বিয়ে বন্ধ করেছেন নাটোরের গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চলনালি গ্রামে এই ঘটনা ঘটে। ওই কিশোরী অষ্টম শ্রেণির ছাত্রী।

বাল্য বিয়ে ও ইভটিজিং প্রতিরোধে গুরুদাসপুরের বিভিন্ন স্থানে বিল বোর্ড দিয়ে উপজেলা প্রশাসন। আর এসব বোর্ডে দেওয়া হয়েছে বিশেষ নম্বর। যাতে ফোন করে বাল্য বিয়ে ও ইভটিজিং এর তথ্য দেওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন জানান, বিল বোর্ডে দেওয়া নম্বর থেকে ওই কিশোরীর বিয়ের বিষয়ে তিনি জানতে পারেন। এলাকাবাসীর পক্ষ থেকে ওই ফোন দেওয়া হয়েছিল। পরে তিনি কিশোরীর পরিবারের কাছে মুচলেকা নিয়ে এই বিয়ে বন্ধ করেন।

ইউএনও আরও বলেন, উপজেলার জন গুরুত্বপূর্ণ স্থানে বিল বোর্ড টাঙানো হয়েছে। আর এসব বোর্ডে দেওয়া নম্বরে বাল্য বিয়ে ও ইভটিজিংয়ের বিষয়ে জানাচ্ছে সাধারণ মানুষ। বিল বোর্ড স্থাপনের পর থেকে ভালো সাড়া পড়ছে।