গণ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী নাট্য কর্মশালা

গণ বিশ্ববিদ্যালয়। ছবি: লেখক
গণ বিশ্ববিদ্যালয়। ছবি: লেখক

সাভারের ‘গণ বিশ্ববিদ্যালয় (গবি) থিয়েটার’ এর উদ্যোগে তিন দিনব্যাপী নাট্য কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামীকাল শনিবার থেকে শুরু হওয়া এই কর্মশালা চলবে সোমবার পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এই কর্মশালা চলবে।

কর্মশালার উদ্বোধনী দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন, নাট্য পরিচালক ও আবৃত্তিকার ভাস্বর বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দিনে নাট্যশিল্পী ঝুনা চৌধুরী এবং সমাপনী দিনে থিয়েটার আর্ট ইউনিটের সাধারণ সম্পাদক চন্দন রেজা উপস্থিত থাকবেন।

কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল হাসান (শিপন) বলেন, মূলত নাটকের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে ফুটিয়ে তোলার লক্ষ্যে এই কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ইতিমধ্যেই থিয়েটারের সদস্য হয়েছেন। তাদের মেধাকে বিকশিত করতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।