দিনাজপুর জেলা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

দিনাজপুর জেলা সমিতি, ঢাকার কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের (২০২০-২০২১) তফসিল ঘোষণা করা হয়েছে। দিনাজপুর জেলা সমিতি কার্যনির্বাহী পরিষদের প্রধান নির্বাচন কমিশনার মো. মহসীন আলী সরদার সম্প্রতি এ তফসিল ঘোষণা করেন। আগামী ৬ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী ভোটার রেজিস্ট্রেশনের শেষ সময় ১৩ নভেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত। নির্বাচন উপকমিটি কর্তৃক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ওই দিন রাত ১০টায়।

নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত পদের জন্য মনোনয়নপত্র সরবরাহের শেষ দিন ১৪ নভেম্বর রাত ৮টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৬ নভেম্বর রাত ৮টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ হবে ১৮ নভেম্বর ৮টায়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ নভেম্বর রাত ৮টা পর্যন্ত।

নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে ২৩ নভেম্বর রাত ৮টায়। বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন হবে আগামী ৬ ডিসেম্বর বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি গার্লস স্কুল অ্যান্ড কলেজে।

এদিকে ঢাকাস্থ দিনাজপুরবাসীকে ভোটার সদস্যভুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এ টি এম রফিকুল ইসলাম।

দিনাজপুর জেলা সমিতির ওয়েবসাইটেও বিস্তারিত পাওয়া যাবে।