নাটোরে সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু বইমেলা শুরু হয়েছে। নাটোর এম কে অনার্স কলেজ প্রাঙ্গণে গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) শুরু হয়েছে এ বইমেলা। মেলা চলবে আগামী বুধবার (১৩ নভেম্বর) পর্যন্ত। স্বাধীনতা একাডেমির আয়োজনে বইমেলায় ২০টি প্রকাশনীর প্রায় এক হাজার বই প্রদর্শিত হচ্ছে। পাঠকেরা ২৫ ভাগ কমিশনে বই কিনতে পারবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানাতে এবং বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই বঙ্গবন্ধু বইমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর এম কে অনার্স কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম শিমুল।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে