চতুর্থ সিলেট উৎসবে চলচ্চিত্র জমা দেওয়ার আহ্বান

সিলেট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসরের জন্য অনলাইনে চলচ্চিত্র জমা নেওয়া শুরু হয়েছে। ছবি: লেখক
সিলেট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসরের জন্য অনলাইনে চলচ্চিত্র জমা নেওয়া শুরু হয়েছে। ছবি: লেখক

সিলেট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসরের জন্য অনলাইনে চলচ্চিত্র জমা নেওয়া শুরু হয়েছে। চলচ্চিত্র জমা দেওয়ার শেষ সময় এ বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর।

সিলেট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজক কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চলচ্চিত্র জমা দেওয়া যাবে https://filmfreeway.com/sylhetfilmfestival লিংকে। জমাকৃত চলচ্চিত্র থেকে বাছাইকৃত চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হবে। এ ছাড়া মোট ১১টি ক্যাটাগরিতে পুরস্কারও দেওয়া হবে। আয়োজনে থাকবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

আজ সোমবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ আসরের জন্য অনলাইনে চলচ্চিত্র জমার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উপদেষ্টা অধ্যাপক মিটু চৌধুরী। তিনি বলেন, চলচ্চিত্র সমাজসংস্কারের হাতিয়ার। চলচ্চিত্র নিয়ে যারা কাজ করে, তারা বিপথগামী হয় না। চলচ্চিত্র উৎসবের আয়োজকদের জন্য রইল শুভকামনা।

সিলেট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনলাইনে চলচ্চিত্র জমা নেওয়া কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উপদেষ্টা অধ্যাপক মিটু চৌধুরী। ছবি: লেখক
সিলেট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনলাইনে চলচ্চিত্র জমা নেওয়া কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উপদেষ্টা অধ্যাপক মিটু চৌধুরী। ছবি: লেখক

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে আগামী বছর সিলেট অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর। স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০১৭ সাল থেকে সিলেট চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। ইতিমধ্যে তিন আসর আয়োজনে চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে এ উৎসব। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার চলচ্চিত্র নির্মাতারা প্রতিবছর এ উৎসবে চলচ্চিত্র জমা দিচ্ছেন। বাছাই করা চলচ্চিত্রগুলো প্রদর্শিত হচ্ছে এ উৎসবে। উৎসবের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছেন বাংলাদেশের এবং আন্তর্জাতিক অঙ্গনের অনেক নির্মাতা, লেখক ও সমালোচক।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম আসরে ৬৫টি অংশগ্রহণকারী দেশের ২ হাজার ৫২টি চলচ্চিত্র থেকে ৭৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তিন দিনব্যাপী প্রদর্শিত হয়। দ্বিতীয় আসরে ১২২টি অংশগ্রহণকারী দেশের ২ হাজার ৮০৮টি চলচ্চিত্র থেকে বাছাই করা ৯৭টি চলচ্চিত্র চার দিনব্যাপী এবং গত আসরে বিশ্বের ১১১টি দেশ থেকে মোট ৩ হাজার ৩৬টি চলচ্চিত্র জমা পড়ে। এগুলো থেকে বাছাই করা ৯৬টি স্বল্পদৈর্ঘ্য ও ৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।