ডিইউডিএসের প্রকাশনা উৎসব

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) বার্ষিক মুখপত্র ‘প্রতিবাক’–এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত
ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) বার্ষিক মুখপত্র ‘প্রতিবাক’–এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) বার্ষিক মুখপত্র ‘প্রতিবাক’–এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক সুভাষ সিংহ রায় ও ফজলে হুদা আকন্দ বাবুলকে ডিইউডিএসের আজীবন সদস্য সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া কার্যনির্বাহী কমিটির (২০১৮-১৯) দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও ডিইউডিএসের প্রধান উপদেষ্টা মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডিইউডিএসের সভাপতি এস এম রাকিব সিরাজীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক আতিউর রহমান, ডিইউডিএসের চিফ মডারেটর অধ্যাপক মাহবুবা নাসরীন ও আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।