জাগরণী চক্র ফাউন্ডেশনের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাংস্কৃতিক প্রতিযোগিতায় বক্তৃতা করছে এক স্কুলছাত্র। ছবি: সংগৃহীত
সাংস্কৃতিক প্রতিযোগিতায় বক্তৃতা করছে এক স্কুলছাত্র। ছবি: সংগৃহীত

বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাগুরার শালিখা উপজেলায় সিংড়া জেসিএফ কার্যালয় চত্বরে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯০ জন শিক্ষার্থী দেশের গান, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন ও গল্প বলা প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক শংকর কুমার বিশ্বাস, সরস্বতী শিকদার গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কুমুদরঞ্জন বিশ্বাস, ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জাগরণী চক্র ফাউন্ডেশনের শালিখা এরিয়া ম্যানেজার আবদুস সবুর প্রমুখ। এ আয়োজনে আর্থিক সহযোগিতা করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।