গোপালপুরে বিনা মূল্যে চিকিৎসাসেবা

এলাকাবাসীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেয় ফেসবুকভিত্তিক গ্রুপটি। ছবি: সংগৃহীত
এলাকাবাসীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেয় ফেসবুকভিত্তিক গ্রুপটি। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুরের লক্ষ্মীপুর গ্রামের এস এল উচ্চবিদ্যালয় মাঠে এলাকাবাসীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। ‘আমরাই কিংবদন্তি’ নামে ফেসবুকভিত্তিক একটি গ্রুপ ২২ নভেম্বর এই সেবা দেয়।

গ্রুপটি জানায়, ঢাকা ও টাঙ্গাইলের অভিজ্ঞ চিকিৎসক ও স্বেচ্ছাসেবকের ৩০ সদস্যের একটি দল দিনব্যাপী বিনা মূল্যে স্থানীয় রোগীদের চিকিৎসাসেবা দেয় এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে।

এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের শিক্ষার্থীরা এই গ্রুপের সদস্য। বর্তমানে গ্রুপটির সদস্য ২৬ হাজার। ১৫ নভেম্বর গ্রুপটি তৃতীয় বর্ষে পদার্পণ করে। এ উপলক্ষে গ্রুপের সদস্যরা সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক কার্যক্রম চালান।