কুয়াকাটায় জলবায়ু চিত্র প্রদর্শনী

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কুয়াকাটা সমুদ্রসৈকতে জলবায়ু চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ছবি: লেখক
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কুয়াকাটা সমুদ্রসৈকতে জলবায়ু চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ছবি: লেখক

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন উইক উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় জলবায়ু চিত্র প্রদর্শনী করেছে কুয়াকাটা তরুণ ক্লাব। গতকাল বুধবার (২৭ নভেম্বর) বিকেল চারটায় কুয়াকাটা সমুদ্রসৈকতে জলবায়ু চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

অ্যালায়েন্স ফর ইয়ুথ অ্যান্ড ডেভেলপমেন্টের সৌজন্যে, বাংলাদেশ সরকার ও ইউনিসেফের সহযোগিতায় এই জলবায়ু চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

জলবায়ু সংকট থেকে উত্তরণে এবং তরুণ প্রজন্মের সুরক্ষিত ভবিষ্যতের নিশ্চয়তা দিতে বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সরকারের প্রতি জলবায়ু পরিস্থিতিকে জরুরি অবস্থা ঘোষণা করতে আহ্বান জানান জলবায়ুকর্মীরা।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন উইক উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে জলবায়ু চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ছবি: লেখক
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন উইক উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে জলবায়ু চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ছবি: লেখক

কুয়াকাটা তরুণ ক্লাবের সমন্বয়কারী ইবরাহিম ওয়াহিদের সঞ্চালনায় জলবায়ুর পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে প্রতিনিয়ত অক্সিজেন কমছে, যে কারণে হুমকির মুখে পড়ছে পুরো বিশ্ব। যেখানে-সেখানে প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে ধ্বংস হচ্ছে পরিবেশের ভারসাম্য। দায় না থাকা সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের নির্মম শিকার তাই শিশুদের ভবিষ্যতের সুরক্ষায় বিশ্ব সম্প্রদায়কে কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যের কোঠায় আনতে হবে। জলবায়ু অর্থায়ন বাড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি জলবায়ুকে ক্ষতি করে এমন জীবনযাপন থেকে নাগরিকদের বিরত থাকার এবং বেশি করে গাছ লাগানোর প্রতি গুরুত্বারোপ করেন বক্তারা।