লক্ষ্মীপুরে রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা

লক্ষ্মীপুরে স্বেচ্ছায় রক্তদানকারী ৫০ জন রক্তদাতা ও ৫০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ছবি: লেখক
লক্ষ্মীপুরে স্বেচ্ছায় রক্তদানকারী ৫০ জন রক্তদাতা ও ৫০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ছবি: লেখক

লক্ষ্মীপুরে স্বেচ্ছায় রক্তদানকারী ৫০ জন রক্তদাতা ও ৫০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অগ্রযাত্রা ব্লাড ডোনেট ক্লাব এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

২২ নভেম্বর সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংবর্ধনা স্মারক তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অগ্রযাত্রা ব্লাড ডোনেট ক্লাব এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ছবি: লেখক
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অগ্রযাত্রা ব্লাড ডোনেট ক্লাব এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ছবি: লেখক

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক অতিরিক্ত পরিচালক এম শামছুল আমিন অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (উইএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সভাপতি অধ্যাপক কার্তিক রঞ্জন সেনগুপ্ত।

এর আগে ‘স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ’ এই স্লোগানে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

অগ্রযাত্রা ব্লাড ডোনেট ক্লাবের মাধ্যমে তিন বছরে ৬২০ জন রোগীকে রক্তদান করা হয়েছে বলে জানান সংগঠনে প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ নুর হোসেন ফাহাদ।