নাটোরের সিংড়ায় পরিবেশবান্ধব ই-রিকশা 'চলো' এর উদ্বোধন

১০টি পরিবেশবান্ধব ই-রিকশা ‘চলো’ পরিবহন সেবা উদ্বোধন করা হয়েছে নাটোরের সিংড়ায়। ছবি: লেখক
১০টি পরিবেশবান্ধব ই-রিকশা ‘চলো’ পরিবহন সেবা উদ্বোধন করা হয়েছে নাটোরের সিংড়ায়। ছবি: লেখক

নাটোরের সিংড়ায় শহরের পরিবহনব্যবস্থার উন্নয়ন, আধুনিকীকরণ ও গতিশীলতা বাড়াতে পৌর শহরে ১০টি পরিবেশবান্ধব ই-রিকশা ‘চলো’ পরিবহন ও দুটি অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।

গত শুক্রবার সিংড়া পৌরসভা প্রাঙ্গণে এই পরিবহনসেবার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

সিংড়া পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভা পাবলিক ট্রান্সপোর্ট ও অ্যাম্বুলেন্স সার্ভিস টুমি গ্লোবাল আরবান মোবিলিটি চ্যালেঞ্জ ২০১৮-তে মোট ১৩০টি শহর তাদের প্রস্তাবনা দাখিল করে। এর মধ্যে বাংলাদেশে একমাত্র সিংড়া পৌরসভা এই প্রকল্পটি অনুমোদন লাভ করে তৃতীয় স্থানে বিজয়ী হয়। সিংড়া শহরকে দূষণমুক্ত ও পৌরবাসীর জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে দুটি অ্যাম্বুলেন্স সেবার পাশাপাশি ১০টি পরিবেশবান্ধব ই-রিকশা ‘চলো’ পরিবহন প্রদান করেছে জার্মানির জিআইজেড প্রকল্প।

পরিবহনব্যবস্থার উন্নয়ন, আধুনিকীকরণ ও গতিশীলতা বাড়াতে সিংড়া পৌর শহরে ১০টি পরিবেশবান্ধব ই-রিকশা ‘চলো’ পরিবহন ও দুটি অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। ছবি: লেখক
পরিবহনব্যবস্থার উন্নয়ন, আধুনিকীকরণ ও গতিশীলতা বাড়াতে সিংড়া পৌর শহরে ১০টি পরিবেশবান্ধব ই-রিকশা ‘চলো’ পরিবহন ও দুটি অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। ছবি: লেখক

সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, সাধারণ মানুষ আধুনিকতার ছোঁয়া পাবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এ ছাড়াও মুজিববর্ষ উপলক্ষে পৌরসভার কলসেন্টারে ফোন দিলেই এক বছর ফ্রি অ্যাম্বুলেন্স সেবা পাবেন রোগীরা। তিনি আরও বলেন, চলো পরিবহনের দুটিতে আটজন যাত্রী, চারটিতে চারজন যাত্রী ও চারটিতে তিনজন যাত্রী যাতায়াত করতে পারবেন। এ ছাড়া অ্যাম্বুলেন্স দুটিতে রোগীসহ তিনজন যাত্রী যাতায়াতসুবিধা পাবেন। আর পৌরসভার হটলাইনে ফোন করলেই দিনরাত ২৪ ঘণ্টা বিভিন্ন নাগরিক সেবা প্রদান করবে এই চলো পরিবহন।

এ সময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, টুমি জিআইজেডের কনসালটেন্ট মাইকেল ফিংক, টেকনিক্যাল অ্যাডভাইজার সাবাহ শামসী, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আক্তার প্রমুখ।