সিরাজগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হবে ১২ ডিসেম্বর

১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত
১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে (৩ ডিসেম্বর) শহীদ শামসুদ্দিন সম্মেলনকক্ষে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ফারুক আহাম্মদের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে শোভাযাত্রা, সেমিনার, প্রেজেন্টেশন ও রচনা প্রতিযোগিতার আয়োজনসংক্রান্ত পত্র অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠ করেন। এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো ‘সত্য-মিথ্যার যাচাই আগে ইন্টারনেট এ শেয়ার পরে’। এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান জানান, জেলা পর্যায়ে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে দিবসটির প্রতিপাদ্য বিষয়ে জেলা পর্যায়ের অফিসপ্রধানদের অবহিত করা হয়। এ দিবসে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবের সামনে গিয়ে শেষ হবে। শোভাযাত্রায় সরকারের সফলতার প্ল্যাকার্ড এবং ব্যানার প্রদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শেভাযাত্রা শেষে ডিজিটাল বাংলাদেশ দিবসের প্রতিপাদ্যের ওপর সেমিনার আয়োজন করা হবে।

ডিজিটাল বাংলাদেশ দিবস সফলভাবে উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিম্নোক্ত কর্মসূচি প্রণয়ন করেছে

ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ সফলভাবে উদযাপনের উপলক্ষে সিরাজগঞ্জ  জেলা প্রশাসকের কার্যালয়ের নিমোক্তরুপে কর্মসূচী প্রণয়ন করা হয়েছে। 

তারিখ

সময়

বিষয়

স্থান

১২ ডিসেম্বর ২০১৯

 

সকাল ১০.০০টায়

র্যালী

জেলা প্রশাসন চত্বর হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাব, সিরাজগঞ্জ পর্যন্ত র্যালী অনুষ্ঠিত হবে।

সকাল ১০.৩০টায়

সেমিনার

অফিসার্স ক্লাব, সিরাজগঞ্জ

সকাল ১১.৩০টায়

পুরস্কার বিতরণ

রচনা প্রতিযোগিতা

তারিখ

সময়

বিষয়

প্রতিযোগিতা শুরু

০৩ ডিসেম্বর ২০১৯

সকাল ১০.০০ টা

* “ডিজিটাল বাংলাদেশ” বিষয়ে ১০০০ (এক হাজার) শব্দের মধ্যে রচনা স্বহস্তে লিখে জমা দিতে হবে।

* যারা অংশগ্রহণ করতে পারবেঃ ৬ষ্ঠ-১০ম শ্রেণির ছাত্র-ছাত্রী

* আবেদনকারীকে নির্ধারিত রেজিস্ট্রেশন ফরমপূরণ করে আবেদনের সাথে জমা দিতে হবে (রেজিষ্ট্রেশন ফরমটি জেলা প্রশাসকের ওয়েব সাইট এবং ফেসবুকের পেজে পাওয়া যাবে)।

* জমাদানের স্থানঃ স্বহস্তে লিখিত রচনা জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি শাখায় (৩য় তলা ৩০৮ নং কক্ষ) প্রেরণ করতে হবে (যোগাযোগঃ ০১৭১৭-৯৯৯৩৬৯)।

* বিজয়ী ৩ জনকে পুরস্কার প্রদান করা হবে।

প্রতিযোগিতা শেষ

১০ ডিসেম্বর ২০১৯

বিকাল ৫.০০টা

প্রেজেন্টেশন প্রস্তুত প্রতিযোগিতা

তারিখ

সময়

বিষয়

প্রতিযোগিতা শুরু

০৩ ডিসেম্বর ২০১৯

সকাল ১০.০০ টা

* “আমার দেখা ডিজিটাল বাংলাদেশ” বিষয়ে ৮-১০টি স্লাইডের মধ্যে প্রেজেন্টেশন প্রস্তুত করতে হবে।

* যারা অংশগ্রহণ করতে পারবেঃ উচ্চমাধ্যমিক ও তদুর্ধ্ব শ্রেণীর ছাত্র-ছাত্রীরা।

* আবেদনকারীকে নির্ধারিত রেজিস্ট্রেশন ফরমপূরণ করে আবেদনের সাথে জমা দিতে হবে (রেজিষ্ট্রেশন ফরমটি জেলা প্রশাসকের ওয়েব সাইট এবং ফেসবুকের পেজে পাওয়া যাবে)।

* জমাদানের প্রক্রিয়াঃ প্রেজেন্টেশনটি জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি শাখার ই-মেইল  [email protected] বরাবর প্রেরণ করতে হবে (যোগাযোগঃ ০১৭১৭-৯৯৯৩৬৯)।

* বিজয়ী ৩ জনকে পুরস্কার প্রদান করা হবে।

প্রতিযোগিতা শেষ

১০ ডিসেম্বর ২০১৯

বিকাল ৫.০০টা