স্ট্যামফোর্ড অ্যান্ট্রি ড্রাগ ফোরামে হোয়াইট হার্ট অ্যাওয়ার্ড পেল ৪ জন

এসএডিএফে (স্ট্যামফোর্ড অ্যান্ট্রি ড্রাগ ফোরাম) আয়োজনে হয়ে গেল হোয়াইট হার্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। ছবি: লেখক
এসএডিএফে (স্ট্যামফোর্ড অ্যান্ট্রি ড্রাগ ফোরাম) আয়োজনে হয়ে গেল হোয়াইট হার্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। ছবি: লেখক

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের রাজধানীর সিদ্বেশ্বরী ক্যাম্পাস অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ‘এসএডিএফ (স্ট্যামফোর্ড অ্যান্ট্রি ড্রাগ ফোরাম) দ্বিবর্ষ উদ্‌যাপন ও হোয়াইট হার্ট অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান।

৩ ডিসেম্বর স্ট্যামফোর্ড মাদকবিরোধী ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিভিন্ন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ এবার ও চারজনকে হোয়াইট হার্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আইনশৃঙ্খলা খাতে অবদানের স্বীকৃতস্বরূপ ওয়ারী জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম, মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, শিক্ষা খাতে অবদানের স্বীকৃতস্বরূপ টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, অপরাধকর্মের বিরুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক ও ক্রাইম বিভাগের ইনচার্জ এস এম আজাদ।

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মু. আলি নকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারবারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ রেজাউল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক শাবান মাহমুদ।

মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ইকবাল সোবহান চৌধুরী বলেন, স্ট্যামফোর্ডের মতো প্রতিটি বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী ফোরাম চালু হলে বঙ্গবন্ধুর মাদকমুক্ত দেশ উপহার দেওয়া সম্ভব। প্রজন্মের জনপ্রিয় ব্যক্তিদের দিয়ে মোটিভেশন করালেও মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রীর সাবেক এই তথ্য উপদেষ্টা।

অতিরিক্ত সচিব ড. শেখ রেজাউল ইসলাম বলেন, রাস্তার পাশে প্রায় সময়ই দেখা যায় মাদকসেবন করছে তরুণ সমাজ, তাদের একটা অংশকে তরুণ প্রজন্ম মোটিভেশনের মাধ্যমে ফিরিয়ে আনতে পারে।

বিভিন্ন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ এবারও চারজনকে হোয়াইট হার্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ছবি: লেখক
বিভিন্ন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ এবারও চারজনকে হোয়াইট হার্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ছবি: লেখক

শাবান মাহমুদ বলেন, ‘মাদকের ভয়াল থাবা থেকে তরুণসমাজকে বাঁচাতে সাংবাদিকেরা সব সময় পাশে থাকব।’

অনুষ্ঠানের এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড মাদকবিরোধী ফোরামের চিফ কনভেনর ও ট্রাস্টি বোর্ডের সদস্য ড. ফারাহনাজ ফিরোজ, ফোরামটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, স্ট্যামফোর্ড মাদকবিরোধী ফোরামের কনভেনর শবনম মুস্তারি। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন ফোরামের সভাপতি মনিরুল ইসলাম মনির।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মাদকবিরোধী সেশনে অংশ নেন ওয়েডিং ডায়েরির প্রতিষ্ঠাতা প্রীত রেজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টানা তিনবারের চলচিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দিঘী। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক আয়োজন ছিল জনপ্রিয় ব্যান্ড দল ‘কুঁড়েঘর–এর।