ক্যাম্পাস সবুজায়নে ড্রিম স্কুলের শিক্ষার্থীরা

আগামীর সবুজ–শ্যামল বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্কুল ক্যাম্পাস সবুজায়ন প্রকল্পে ফুলের গাছ পরিচর্যা ও লালন-পালনে ব্যস্ত গাজীপুরের নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ছবি: লেখক
আগামীর সবুজ–শ্যামল বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্কুল ক্যাম্পাস সবুজায়ন প্রকল্পে ফুলের গাছ পরিচর্যা ও লালন-পালনে ব্যস্ত গাজীপুরের নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ছবি: লেখক

শুধু স্বপ্নই লালন করে না, আগামীর সবুজ–শ্যামল বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্কুল ক্যাম্পাস সবুজায়ন প্রকল্প হিসেবে বাগান ও ফুলের গাছ পরিচর্যাও করে গাজীপুরের নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

ক্যাম্পাসে বৃক্ষরোপণ এবং ক্লাস ও অফিসের গেটে টবে গাছ লাগায় শিক্ষার্থীরা। ছবি: লেখক
ক্যাম্পাসে বৃক্ষরোপণ এবং ক্লাস ও অফিসের গেটে টবে গাছ লাগায় শিক্ষার্থীরা। ছবি: লেখক

সম্প্রতি নতুন উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ এবং ক্লাস ও অফিসের গেটে টবে লাগানো গাছ স্থাপন করেছে শিক্ষার্থীরা। জাপানের বিখ্যাত ড্রিম স্কুল ‘ইকুবুনকান’-এর আদলে গড়ে ওঠা এবং ‘স্কুল এইড জাপান’ কর্তৃক পরিচালিত গাজীপুরের পুবাইলে অবস্থিত এ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষক ও শিক্ষার্থী সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে সদা তৎপর।

‘প্ল্যান্ট ফর প্ল্যানেট’ স্লোগানে শুরু হওয়া ক্যাম্পাস সবুজায়ন কর্মসূচিকে এগিয়ে নিতে সব ধরনের সহায়তা ও নির্দেশনা দেন অধ্যক্ষ কাৎসুশি ফুরুসাওয়া। ছবি: লেখক
‘প্ল্যান্ট ফর প্ল্যানেট’ স্লোগানে শুরু হওয়া ক্যাম্পাস সবুজায়ন কর্মসূচিকে এগিয়ে নিতে সব ধরনের সহায়তা ও নির্দেশনা দেন অধ্যক্ষ কাৎসুশি ফুরুসাওয়া। ছবি: লেখক

‘প্ল্যান্ট ফর প্ল্যানেট’—এ স্লোগান নিয়ে শুরু হওয়া এ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সার্বক্ষণিক সব ধরনের সহায়তা ও নির্দেশনা প্রদানে প্রস্তুত থাকেন এই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ কাৎসুশি ফুরুসাওয়া।