পাবনা পুলিশ লাইনস মাঠে চলছে মাসব্যাপী শিল্প মেলা

মেলার মধ্যে চৌবাচ্চার মতো তৈরি করা বড় বেলুনে ভাসছে শিশুরা। ছবি: লেখক
মেলার মধ্যে চৌবাচ্চার মতো তৈরি করা বড় বেলুনে ভাসছে শিশুরা। ছবি: লেখক

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে পাবনা পুলিশ লাইনস মাঠে চলছে মাসব্যাপী শিল্প মেলা। গত ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া মেলা চলবে এক মাস।

মেলায় শতাধিক স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত মেলা প্রাঙ্গণ। বিকেল থেকে সন্ধ্যার কিছু পর পর্যন্ত মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লেগে থাকছে।

মেলায় দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা। ছবি: লেখক
মেলায় দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা। ছবি: লেখক

মেলায় আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য নাগরদোলা, দোদুল্যমান নৌকা, বাচ্চাদের জন্য ট্রেনসহ মজার অনেক রাইড রয়েছে। মেলার মধ্যে চৌবাচ্চার মতো তৈরি করা পানির মধ্যে বড় বেলুনে শিশুদের ভাসতে দেখা গেল।

মেলায় রয়েছে মনোরম ফোয়ারা। তরুণ–তরুণীরা সেখানে ভিড় করছেন ছবি তুলতে। মেলার মধ্যস্থলে তৈরি করা হয়েছে মেলার কার্যালয়।

মেলায় আসা পণ্যের মধ্যে রয়েছে গৃহস্থালি বৈদ্যুতিক সামগ্রী, নারী-পুরুষদের পোশাক, জুতো, বাহারি আচার, প্রসাধনী, নারীদের ইমিটেশনের গয়না, কুটির শিল্পের পণ্য ইত্যাদি। কিছু কিছু স্টলে খাবারের আয়োজন করা হয়েছে।

মেলায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ছবি: লেখক
মেলায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ছবি: লেখক

মেলায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেলার গেটে এবং ভেতরে জেলা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

মেলায় প্রবেশের জন্য বাইরের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হচ্ছে। টিকিটের মূল্য ১০ টাকা। টিকিটের গায়ে টোকেন নম্বর রয়েছে। মেলার মাঝখানে টিকিটের অংশবিশেষ জমা দেওয়ার বাক্স রয়েছে। শেষ দিনে প্রবেশ টিকিটের ড্র অনুষ্ঠিত হবে। বিজয়ীরা পুরস্কার পাবেন। পুরস্কারগুলো মেলা মঞ্চে প্রদর্শন করা হচ্ছে।

মেলায় প্রবেশের জন্য ১০ টাকা দামের টিকিট সংগ্রহ করতে হয়। ছবি: লেখক
মেলায় প্রবেশের জন্য ১০ টাকা দামের টিকিট সংগ্রহ করতে হয়। ছবি: লেখক