লক্ষ্মীপুরে গ্রামবাসীর মাদকবিরোধী সমাবেশ

লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সচেতনতামূলক সমাবেশ হয়েছে। ছবি: লেখক
লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সচেতনতামূলক সমাবেশ হয়েছে। ছবি: লেখক

লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সব মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সচেতনতামূলক সমাবেশ হয়েছে। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার জাহানাবাদ গ্রামে এই কর্মসূচি পালন করা হয়।

জাহানাবাদ গোল্ডেন বয়েজ স্পোর্টিং ক্লাব, ইসলামী সমাজকল্যাণ পরিষদ ও পাঠাগার এবং যুবসমাজের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সদস্যসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।

বিকেলে গ্রামবাসী একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি জাহানাবাদ গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মাদক, সন্ত্রাস এবং ইভ টিজিংয়ের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে শোভাযাত্রা বের করা হয়। ছবি: লেখক
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে শোভাযাত্রা বের করা হয়। ছবি: লেখক

পরে আয়োজিত সমাবেশে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান বক্তারা। জাহানাবাদ ইসলামী সমাজকল্যাণ পরিষদ ও পাঠাগারের সভাপতি অধ্যাপক মাসুদুল হক, বয়েজ স্পোর্টিং ক্লাবের সভাপতি তানজিমুল ইসলাম উজ্জ্বল, সমাজসেবক বেলাল হোসেন, নাজমুল করিম টিপু, হাবিবুর রহমান সবুজ, শামছুল আলম, ইকবাল হোসেন, তৌহিদুল রিয়াজ, জাফর আহম্মদ প্রমুখ বক্তব্য দেন।