ইলিশের বাড়িতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

লক্ষ্মীপুর সদর উপজেলায় উত্তরাঞ্চলের ১৭টি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘উত্তরাঞ্চলীয় সংগঠক ফোরাম লক্ষ্মীপুর—নফল’-এর স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ছবি: লেখক
লক্ষ্মীপুর সদর উপজেলায় উত্তরাঞ্চলের ১৭টি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘উত্তরাঞ্চলীয় সংগঠক ফোরাম লক্ষ্মীপুর—নফল’-এর স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ছবি: লেখক

‘উত্তরাঞ্চলীয় সংগঠক ফোরাম লক্ষ্মীপুর—নফল’-এর উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা হয়েছে। গত শুক্রবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী চাঁদপুরের মোহনায় নানা আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবীরা দিনটি দারুণভাবে উপভোগ করেন।

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তরাঞ্চলের ১৭টি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত হয় ‘উত্তরাঞ্চলীয় সংগঠক ফোরাম লক্ষ্মীপুর—নফল’।

কনকনে শীত উপেক্ষা করে গত শুক্রবার ভোরে লঞ্চ, বাস, মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে ঢাকা, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবীরা রওনা দেন। এতে অনেকেই সপরিবারে অংশ নেন। সকলেরই গন্তব্যস্থল ছিল ‘ইলিশের বাড়ি চাঁদপুর’। অনেকের কাছে চাঁদপুর নদীময় শহরও বটে। মিলনমেলায় খেলাধুলা, গল্প-আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ, পিঠা-পুলি ও ইলিশ ভোজনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

শুক্রবার বিকেলে মিলনমেলা স্থলে নফলের সভাপতি ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক অতিরিক্ত পরিচালক এম সামছুল আমিনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটোয়ারী। এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা তাদের সংগঠনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।

মিলনমেলায় খেলাধুলা, গল্প-আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ, পিঠা-পুলি ও ইলিশ ভোজনে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ছবি: লেখক
মিলনমেলায় খেলাধুলা, গল্প-আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ, পিঠা-পুলি ও ইলিশ ভোজনে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ছবি: লেখক

নফলের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিসি ও মেঘনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নুরুল আমিন, এনএসআই চাঁদপুরের যুগ্ম পরিচালক মোহাম্মদ আজিজুল হক, উপপরিচালক আরমান হোসেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক জিএস আবদুল মান্নান মিলন।

বক্তারা বলেন, একজন স্বেচ্ছাসেবী নিজের টাকা খরচ করে মানুষ ও সমাজের কল্যাণে কাজ করেন। এটা সত্যিই মহৎ কাজ। উত্তরাঞ্চলীয় সংগঠক ফোরাম লক্ষ্মীপুর (নফল) স্বেচ্ছাসেবীদের একত্র করেছে। এটা স্বেচ্ছাসেবীদের কাজে অনুপ্রেরণা ও শক্তি জোগাবে বলেও মন্তব্য করেন তারা।

মিলনমেলায় নফলের সাধারণ সম্পাদক আবুল হাসান ফারুক, মিলনমেলা উদযাপন কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্য নাজমুল করিম টিপু, তৌহিদুল ইসলাম রিয়াজ, সাইফুল ইসলাম মিন্টু, তানজিমুল ইসলাম উজ্জ্বল, জিএ সাজু, শেখ মাজহার উদ্দিন মামুন, সৈয়দ নুর হোসেন ফাহাদসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইলিশের বাড়ি চাঁদপুরে মিলনমেলায় ছিল ইলিশ ভোজনও। ছবি: লেখক
ইলিশের বাড়ি চাঁদপুরে মিলনমেলায় ছিল ইলিশ ভোজনও। ছবি: লেখক