মুক্ত আসর-স্বপ্ন '৭১ সেরা লেখক পুরস্কার ২৮ ডিসেম্বর

দ্বিতীয়বারের মতো ‘শত কথার শত গল্প: লেখক আড্ডা ও সেরা লেখক পুরস্কার’ দেওয়া হবে ২৮ ডিসেম্বর। ছবি: সংগৃহীত
দ্বিতীয়বারের মতো ‘শত কথার শত গল্প: লেখক আড্ডা ও সেরা লেখক পুরস্কার’ দেওয়া হবে ২৮ ডিসেম্বর। ছবি: সংগৃহীত

মুক্ত আসর-স্বপ্ন ’৭১–এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো ‘শত কথার শত গল্প: লেখক আড্ডা ও সেরা লেখক পুরস্কার’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী শনিবার, ২৮ ডিসেম্বর বেলা সাড়ে তিনটায় রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এই অনুষ্ঠান হবে।

১০০ শব্দের গল্প লেখা প্রতিযোগিতার প্রধান বিচারক ও প্রধান অতিথি কথাসাহিত্যিক সেলিনা হোসেন, শিশুসাহিত্যিক আখতার হুসেন, মুক্তিযোদ্ধা এম এস এ মনসুর আহমেদ, ইতিহাসবিদ ড. এমরান জাহান, কথাসাহিত্যিক মোহিত কামাল, কবি অঞ্জন আচার্য, লেখক খায়রুল বাবুইসহ শত কথার শত গল্প বইয়ের লেখক ও বিশিষ্ট লেখক–সাহিত্যিকেরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানের শুরুতে লেখকদের পরিচিতি থাকবে। এরপরই সেরা লেখক পুরস্কার ২০১৯ দেওয়া হবে। আর শেষে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।