রাবিতে ৫০০ শিক্ষার্থী পেলেন ভোক্তা অধিকার বিষয়ে প্রশিক্ষণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভোক্তা অধিকার ও ক্যারিয়ার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে দেশের ১৩টি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অংশ নেন। ছবি: লেখক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভোক্তা অধিকার ও ক্যারিয়ার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে দেশের ১৩টি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অংশ নেন। ছবি: লেখক

ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ও এর যুব শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশের (সিওয়াইবি) উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাঁচ শতাধিক শিক্ষার্থীকে ভোক্তা অধিকার ও ক্যারিয়ার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্তের ১৩টি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অংশ নেন।

গত শুক্রবার (২০ ডিসেম্বর) রাবির বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির শহীদ সুখরঞ্জন সমাদ্দার অডিটরিয়ামে ‘কনজ্যুমার রাইটস অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনফারেন্স’ শীর্ষক অনুষ্ঠানে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

কনফারেন্সে প্রশিক্ষক হিসেবে ছিলেন ন্যাশনাল ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি কে এম হাসান রিপন, বিডি জবস ডটকমের সিনিয়র ম্যানেজার মোহাম্মাদ আলী ফিরোজ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলার সহকারী পরিচালক হাসান আল মারুফ, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অ্যালামনাই রাফসানুল হক হৃদয় এবং লেখক ও গবেষক ইমরান মাহফুজ।

প্রশিক্ষকেরা ভোক্তা অধিকার আইন, ২০১৯–এর ওপর বিস্তারিত ধারণা দেওয়া, বিদেশে উচ্চাশিক্ষা ও বৃত্তি লাভের নিয়মকানুন, চাকরির আবেদন ও সিভি লেখার পদ্ধতি, সৃজনশীল লেখালেখি ও ক্যারিয়ার প্ল্যান নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়।

সিসিএসের নির্বাহী পরিচালক ও সিওয়াইবির কেন্দ্রীয় সভাপতি পলাশ মাহমুদ বলেন, দেশে প্রতিনিয়ত খাদ্যে ভেজালের কারণে মানুষ কিডনি রোগ ও ক্যানসারের মতো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে; যা জাতির ভবিষ্যতের জন্য হুমকি। ভেজালের এই মহামারি থেকে মুক্তির জন্য তরুণসমাজকে এগিয়ে আসতে হবে। সিসিএস ও সিওয়াইবি তরুণদের উদ্বুদ্ধ করতে কাজ করছে।

দেশের বিভিন্ন ক্যাম্পাসে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার বাস্তবায়নে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিসিএস ও সিওয়াইবি। ছবি: লেখক
দেশের বিভিন্ন ক্যাম্পাসে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার বাস্তবায়নে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিসিএস ও সিওয়াইবি। ছবি: লেখক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য আনন্দ কুমার সাহা বলেন, ‘দেশের ক্রমবর্ধমান ভেজাল প্রতিরোধে ও ভোক্তা অধিকার বাস্তবায়নে সিসিএস ও সিওয়াইবি কাজ করছে, এটা একটি আশাব্যঞ্জক দিক। শিক্ষার্থীদের উচিত এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে নিরাপদ খাদ্য আন্দোলন সফল করা। দেশের মানুষের কল্যাণে আমাদের বিশ্ববিদ্যালয়ে এই কাজকে বেগবান করতে সর্বাত্মক সহযোগিতা করব।’

রাবির সহ–উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া বলেন, ‘আমাদের ক্যাম্পাসে এ রকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিসিএস ও সিওয়াইবি কাজ করছে, এটা আশার দিক। সমসাময়িক বিষয় ও খাদ্যপণ্যে ভেজাল রোধে এ সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।’

সিওয়াইবির রাবি শাখার সভাপতি কাজী জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাদিয়া হোসেন ও মাহমুদুল হাসানের সঞ্চালনায় কনফারেন্সে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, সিওয়াইবির রাবি শাখার উপদেষ্টা ও বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ রওশন জাহিদ, সিওয়াইবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী শুভ, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইমরান শুভ্রসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষকেরা ভোক্তা অধিকার আইনের ওপর বিস্তারিত ধারণা দেন শিক্ষার্থীদের। এ ছাড়া বিদেশে উচ্চাশিক্ষা ও বৃত্তি লাভের নিয়মকানুন, চাকরির আবেদন ও সিভি লেখার পদ্ধতি, সৃজনশীল লেখালেখি ও ক্যারিয়ার প্ল্যান নিয়ে আলোচনা করেন তাঁরা। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। ছবি: লেখক
প্রশিক্ষকেরা ভোক্তা অধিকার আইনের ওপর বিস্তারিত ধারণা দেন শিক্ষার্থীদের। এ ছাড়া বিদেশে উচ্চাশিক্ষা ও বৃত্তি লাভের নিয়মকানুন, চাকরির আবেদন ও সিভি লেখার পদ্ধতি, সৃজনশীল লেখালেখি ও ক্যারিয়ার প্ল্যান নিয়ে আলোচনা করেন তাঁরা। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। ছবি: লেখক

অনুষ্ঠানে রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায় (বশেমুরবিপ্রবি), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, রাজশাহী নিউ গভ. কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, জয়পুরহাট সরকারি কলেজ, গোদাগাড়ি ডিগ্রি কলেজ ও নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

বাংলাদেশ সরকারের নিবন্ধিত ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) যুব শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)। সংগঠনটি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গণবিশ্ববিদ্যালয়, সরকারি বিএল কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ, বঙ্গবন্ধু সরকারি কলেজসহ বিভিন্ন ক্যাম্পাসে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার বাস্তবায়নে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

কনফারেন্সের সহযোগিতায় ছিল অনলাইন শপিং মল ই-ভ্যালি, ফুড পার্টনার হিসেবে প্রাণ ও অলটাইম এবং মিডিয়া পার্টনার দৈনিক বণিক বার্তা।

*লেখক: সহসভাপতি, সিওয়াইবি, রাবি শাখা