ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের বিচারক প্যানেলে পরিবর্তন

ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের বিচারক প্যানেলে পরিবর্তন এসেছে। ছবি: সংগৃহীত
ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের বিচারক প্যানেলে পরিবর্তন এসেছে। ছবি: সংগৃহীত

ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের বিচারক প্যানেলে পরিবর্তন এসেছে। নতুন বিচারক এবং জুরি চেয়ার হিসেবে যুক্ত হয়েছেন নির্মাতা আরিফুর রহমান।

ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের সাবমিশন ম্যানেজার তাউসিফ-উল আলম জুলফিকার বললেন, ‘বেলায়েত হোসেন মামুনের জায়গায় নতুন বিচারক হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরিফুর রহমান। এর আগে বেলায়েত হোসেন মামুন ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের বিচারক এবং জুরি চেয়ার হিসেবে যুক্ত হয়েছিলেন। জমা পড়া ফিল্মের বিচারকাজের সময় নির্ধারিত ছিল ১০ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু এই সময়ের মধ্যে তিনি বিচারকাজ শুরু করতে পারেননি। বিচারক প্যানেল থেকে বাদ দেওয়ার বিষয়টি তাঁকে জানানো হয় এবং পরবর্তী সময়ে বেলায়েত হোসেন মামুনের সম্মতিক্রমেই বিচারক প্যানেলে এই পরিবর্তন আনা হয়।’

ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের নতুন বিচারক এবং জুরি চেয়ার হিসেবে যুক্ত হয়েছেন নির্মাতা আরিফুর রহমান। ছবি: সংগৃহীত
ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের নতুন বিচারক এবং জুরি চেয়ার হিসেবে যুক্ত হয়েছেন নির্মাতা আরিফুর রহমান। ছবি: সংগৃহীত

আরিফুর রহমান ছাড়াও ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের অন্য দুই বিচারক হচ্ছেন সাদিয়া খালিদ রীতি ও দেভাকি বিসত। চলচ্চিত্র সমালোচক এবং লেখক সাদিয়া খালিদ রীতি ইতিপূর্বে ৭২তম কান চলচ্চিত্র উৎসবের ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের (ফিপরেস্কি) বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসে পড়াশোনা করেছেন সাদিয়া খালিদ রীতি। চলচ্চিত্র সমালোচক হিসেবে অনেক লেখা আছে রীতির। ইউল্যাব, পাঠশালা, শিল্পকলা ও বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে (বিসিটিআই) ফিল্ম বিষয়ে পড়ান তিনি। প্রথমবারের মতো এবারের আসরে বিদেশি বিচারক হিসেবে আছেন নেপালের দেভাকি বিসত। সাংবাদিকতাকে যিনি পেশা হিসেবে বেছে নিয়ে একটি সোনালি সময় পার করছেন। ‘ইন সার্চ অব দেভাকি’ তাঁর একটি উল্লেখযোগ্য কাজ। সম্মাননা হিসেবে পেয়েছেন ২০১৮ সালে দিল্লিতে উইমেন ইকোনমিক ফোরাম কর্তৃক ‘ইয়াং ক্রিয়েটিভ লিডার ব্যাটার ফর অল’ এবং উই উইল রাইজ ফাউন্ডেশন থেকে ‘উইমেন ভিডিও মেকার অব দ্য ইয়ার ২০১৯’ অ্যাওয়ার্ড।

ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের নতুন বিচারক ও জুরি চেয়ার আরিফুর রহমান গুপী বাঘা প্রোডাকশন লিমিটেডের একজন কর্ণধার। প্রযোজনা ও পরিচালনা বিষয়ে পড়াশোনা করেছেন বুসান এশিয়াটিক ফিল্ম স্কুল থেকে। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত একাধিক চলচ্চিত্র প্রযোজনা করেছেন আরিফুর রহমান।

ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের ষষ্ঠ আসরের পর্দা উঠবে আগামী বছরের ২৮ ও ২৯ ফেব্রুয়ারি। ২০১৫ সালে এই প্রতিযোগিতার যাত্রা শুরু হয়।