অভিনব কায়দায় চালকদের হেলমেট পরাল পুলিশ

মোটরসাইকেলের চালকদের সচেতন করতে মামলা না দিয়ে হেলমেট পরানোর উদ্যোগ হাতে নিয়েছে টাঙ্গাইলের সখীপুর থানার পুলিশ। ছবি: লেখক
মোটরসাইকেলের চালকদের সচেতন করতে মামলা না দিয়ে হেলমেট পরানোর উদ্যোগ হাতে নিয়েছে টাঙ্গাইলের সখীপুর থানার পুলিশ। ছবি: লেখক

মোটরসাইকেলের চালকদের সচেতন করতে মামলা না দিয়ে হেলমেট পরানোর উদ্যোগ হাতে নিয়েছে টাঙ্গাইলের সখীপুর থানার পুলিশ। পুলিশ পৌর শহরে অবস্থান নিয়ে হেলমেট না থাকলে মোটরসাইকেলের চালকদের থামিয়ে বলেন, মামলা নয়, হেলমেট কিনবেন। চালকেরা হেলমেট কেনেন। যাঁরা মোটরসাইকেল চালাচ্ছেন কিন্তু হেলমেট পরেননি, তাঁদের জন্য এই উদ্যোগ নেয় পুলিশ।

গত মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেনসহ পুলিশের দুটি দল এই কাজ করে।

যাঁরা মোটরসাইকেল চালাচ্ছেন কিন্তু হেলমেট পরেননি, তাঁদের জন্য টাঙ্গাইলের সখীপুর থানার পুলিশের উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। ছবি: লেখক
যাঁরা মোটরসাইকেল চালাচ্ছেন কিন্তু হেলমেট পরেননি, তাঁদের জন্য টাঙ্গাইলের সখীপুর থানার পুলিশের উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। ছবি: লেখক

দুজন হেলমেট ব্যবসায়ীকে নিয়ে পৌর শহরে অবস্থান নেয় পুলিশ। তাঁরা মোটরসাইকেলের চালকদের থামিয়ে সতর্ক করে বলেন, মামলা নেবেন, নাকি হেলমেট নেবেন। চালকেরা নিজের নিরাপত্তার জন্য সুবিধামতো দামের হেলমেট নেন। ওই দিন বিকেল পর্যন্ত প্রায় ৬০ জন হেলমেট কিনেছেন। দু-একজন সমালোচনা করলেও প্রায়ই সবাই পুলিশের এই উদ্যোগের প্রশংসাও করেছেন।

সখীপুর থানার ওসি মো. আমির হোসেন বলেন, প্রাথমিকভাবে চালকদের সচেতন করতে এই পন্থা অবলম্বন করা হয়েছে।