চিরিরবন্দরে ৩০০ পরিবারে শীতবস্ত্র বিতরণ

মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে শীতবস্ত্র বিতরণ ও বিজয় দিবসের ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে। ছবি: সংগৃহীত
মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে শীতবস্ত্র বিতরণ ও বিজয় দিবসের ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে। ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে শীতবস্ত্র বিতরণ ও বিজয় দিবসের ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে। রাজাপুর যুব উন্নয়ন সংঘের আয়োজনে শীতবস্ত্র ও পুরস্কার বিতরণীর অনুষ্ঠান হয়।

সম্প্রতি চিরিরবন্দরের রাজাপুর স্কুল মাঠে এক অনুষ্ঠানে শীতবস্ত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

রাজাপুর যুব উন্নয়ন সংঘের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শীতবস্ত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিরিরবন্দর উপজেলার ৬ নম্বর অমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল সরকার। প্রায় ৩০০ পরিবারের সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে। এ ছাড়া বিজয় দিবসের ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন, ঢাকা জজ কোর্টে আইনজীবী আনোয়ার হোসেন রুবেল, সমাজ সেবক বাচ্চু সরকার, শাহীন সরকার, জহুরুল সরকার, ইকবাল কাজী, লিটন শাহ ও ঢাকাস্থ চিরিরবন্দর ছাত্র–ছাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম এ সাঈদ বিন ইসলাম প্রমুখ।