সারা দেশে পাঠ্যপুস্তক উৎসব

>

উৎসবমুখর পরিবেশে সারা দেশের বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনে প্রথম থেকে নবম শ্রেণির সব শিক্ষার্থীর হাতে পৌঁছে যায় নতুন বই। বিনা মূল্যে বই পেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। নাগরিকদের পাঠানো পাঠ্যপুস্তক উৎসবের কিছু ছবি।

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরের নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজ ও জাপান ইন্টারন্যাশনাল ড্রিম স্কুলে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালিত হয়েছে। ছবি: সায়েক সজীব
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরের নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজ ও জাপান ইন্টারন্যাশনাল ড্রিম স্কুলে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালিত হয়েছে। ছবি: সায়েক সজীব
জাপানি ব্যবস্থাপনায় পরিচালিত নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজ ও জাপান ইন্টারন্যাশনাল ড্রিম স্কুলে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণের উৎসব উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল সাইফুল ইসলাম। ছবি: সায়েক সজীব
জাপানি ব্যবস্থাপনায় পরিচালিত নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজ ও জাপান ইন্টারন্যাশনাল ড্রিম স্কুলে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণের উৎসব উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল সাইফুল ইসলাম। ছবি: সায়েক সজীব
দিনাজপুরের খানসামা উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হাতেম শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেন। খানসামা সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে, খানসামা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, খানসামা সিনিয়র ফাজিল মাদ্রাসা ও খানসামা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ এ আয়োজন করে। ছবি: মো. নুরনবী ইসলাম
দিনাজপুরের খানসামা উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হাতেম শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেন। খানসামা সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে, খানসামা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, খানসামা সিনিয়র ফাজিল মাদ্রাসা ও খানসামা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ এ আয়োজন করে। ছবি: মো. নুরনবী ইসলাম
লক্ষ্মীপুর কালেক্টরেট বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিনহাজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল প্রমুখ। ছবি: রাকিব হোসেন
লক্ষ্মীপুর কালেক্টরেট বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিনহাজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল প্রমুখ। ছবি: রাকিব হোসেন
নতুন বছরের প্রথম ভর্তি। হাতেও পেয়েছে নতুন পাঠ্যবই। মায়ের কোলে বসে বই জড়িয়ে ধরে যেন নতুন বইয়ের স্বাদ নিচ্ছে শিশুটি। ছবিটি কুড়িগ্রামের রৌমারী মডেল স্কুলের সামনে থেকে তোলা। ছবি: সাঈদ কাকন
নতুন বছরের প্রথম ভর্তি। হাতেও পেয়েছে নতুন পাঠ্যবই। মায়ের কোলে বসে বই জড়িয়ে ধরে যেন নতুন বইয়ের স্বাদ নিচ্ছে শিশুটি। ছবিটি কুড়িগ্রামের রৌমারী মডেল স্কুলের সামনে থেকে তোলা। ছবি: সাঈদ কাকন
কুড়িগ্রাম শহরের ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন। এ ছাড়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পাঠ্যবই বিতরণ করা হয়। ছবি: মমিনুল ইসলাম
কুড়িগ্রাম শহরের ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন। এ ছাড়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পাঠ্যবই বিতরণ করা হয়। ছবি: মমিনুল ইসলাম