শিক্ষার্থীরা নতুন বইয়ের সঙ্গে পেল লাল-সবুজের পতাকা

বই উৎসবে বইয়ের সঙ্গে শিক্ষার্থীদের একটি করে লাল–সবুজ পতাকা উপহার দেওয়া হয়েছে দিনাজপুরের নবাবগঞ্জে। ছবি: লেখক
বই উৎসবে বইয়ের সঙ্গে শিক্ষার্থীদের একটি করে লাল–সবুজ পতাকা উপহার দেওয়া হয়েছে দিনাজপুরের নবাবগঞ্জে। ছবি: লেখক

নতুন বছরের প্রথম দিনে সারা দেশে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব হয়েছে। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়ও বই উৎসব হয়েছে। তবে বইয়ের সঙ্গে শিক্ষার্থীদের একটি করে লাল–সবুজ পতাকা উপহার দেওয়া হয়েছে। স্থানীয় সাংসদ ‌শিবলী সাদিক শিক্ষার্থীদের হাতে বইয়ের সঙ্গে পতাকা তুলে দেন।

গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলার নবাবগঞ্জ সরকারি বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর–৬ আসনের সাংসদ মো. শিবলী সাদিক শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন। সাংসদ এ সময় শিক্ষার্থীদের হাতে নতুন বইয়ের সঙ্গে একটি করে লাল–সবুজের পতাকা তুলে দেন।

নতুন বছরের প্রথম দিনে বই উৎসবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন স্থানীয় সাংসদ ‌শিবলী সাদিক। ছবি: লেখক
নতুন বছরের প্রথম দিনে বই উৎসবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন স্থানীয় সাংসদ ‌শিবলী সাদিক। ছবি: লেখক

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে সাংসদ মো. শিবলী সাদিক বলেন, তোমাদেরই দেশের হাল ধরতে হবে। এ জন্য নিজেকে তৈরি করতে হবে, ভালো মানের পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। তাহলেই তোমরা পতাকা তথা দেশের মান অক্ষুণ্ন রাখতে পারবে।

উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বই বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সাদেকুল ইসলাম, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান মানিক, প্রধান শিক্ষক দীলিপ কুমার, তোফায়েল হোসেন ডব্লিউ, সহকারী শিক্ষক আনিছুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হাসিম উদ্দিন, শিক্ষার্থী, অভিভাবক ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা।