সিলেট গৌরব সম্মাননা পেলেন অগ্রণী ব্যাংকের এমডি মোহাম্মদ শামস-উল ইসলাম

অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ শামস-উল ইসলাম সিলেট গৌরব সম্মাননা-২০২০ পেয়েছেন। ছবি: লেখক
অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ শামস-উল ইসলাম সিলেট গৌরব সম্মাননা-২০২০ পেয়েছেন। ছবি: লেখক

অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ শামস-উল ইসলামকে সিলেট গৌরব সম্মাননা–২০২০ প্রদান করা হয়েছে।

গত শনিবার বিকেলে (৪ জানুয়ারি) ‘প্রতিভা বিকাশ বাংলাদেশ’র উদ্যোগে রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে মোহাম্মদ শামস-উল ইসলামকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

সিলেটের বিশিষ্ট ব্যক্তি যাঁরা নিজ গুণে সরকারের বিভিন্ন উচ্চ পদে আসীন রয়েছেন, এমন ১৩ জন বিশেষ ব্যক্তি এ সম্মানে ভূষিত হয়েছেন। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন সমাজকল্যাণসচিব মোহাম্মদ জয়নুল বারী, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস-উল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিবুর রহমান, বিআরটিসির চেয়ারম্যান এহছানে এলাহী, সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবিরুল ইজদানি খান, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মিজানুল হক চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জহুরুল ইসলাম, রাজউকের সদস্য শফিউল হক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আমীন এবং রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুকুজ্জামান।

প্রতিভা বিকাশ বাংলাদেশের সভাপতি এ এস এ মুইজ সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, জাতীয় অধ্যাপক শায়লা খাতুন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইনাম আহমেদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মামুন-উর-রশীদসহ জয়দেব হালদার, ফিরোজ উদ্দীন, রাজীব আহমেদ প্রমুখ।