ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেল সমাজসেবা অধিদপ্তর

বাংলাদেশের শ্রেষ্ঠ ডিজিটাল অধিদপ্তর হিসেবে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেয়েছে সমাজসেবা অধিদপ্তর। তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবিরের হাতে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
বাংলাদেশের শ্রেষ্ঠ ডিজিটাল অধিদপ্তর হিসেবে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেয়েছে সমাজসেবা অধিদপ্তর। তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবিরের হাতে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের শ্রেষ্ঠ ডিজিটাল অধিদপ্তর হিসেবে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেয়েছে সমাজসেবা অধিদপ্তর। রাজধানী বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আজ বুধবার তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার তুলে দেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবিরের হাতে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় অধীন সমাজসেবা অধিদপ্তর দেশব্যাপী গ্রাম এবং শহর এলাকায় পিছিয়ে পড়া, অনগ্রসর অংশ, বেকার, ভূমিহীন, অনাথ, দুস্থ, ভবঘুরে, নিরাশ্রয়, সামাজিক, বুদ্ধি এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, দরিদ্র, অসহায় রোগী, ঝুঁকিতে থাকা শিশুদের কল্যাণ ও উন্নয়নে বহুমাত্রিক সামাজিক নিরাপত্তা সেবা প্রদান করছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ডিজিটাল নৌকার সঙ্গে পাল তুলে সমাজসেবা অধিদপ্তর জনগণকে ডিজিটাল সেবা প্রদান করে চলেছে।

দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত মানের সেবা প্রদান ও পেপারলেস অফিস গড়ার প্রত্যয়ে ই-ফাইল (নথি) সিস্টেমে সমাজসেবা অধিদপ্তরের ৬৯৩টি কার্যালয় লাইভ কাজ করছে। প্রতি মাসেই এ অধিদপ্তর ই-ফাইল ব্যবহারে দেশের সব দপ্তরের মধ্যে প্রথম স্থান অধিকার করে থাকে। মাসে গড়ে ৩ হাজার ৫০০টি পত্র জারি ও ৪ হাজার ৫০০টি নথি ই-ফাইলে নিষ্পন্ন হয়ে থাকে। মুজিব বর্ষকে সামনে রেখে মাঠপর্যায় থেকে কোনো প্রকার পত্রের হার্ডকপি গ্রহণ করা হবে না মর্মেও নির্দেশনা জারি করা হয়েছে। জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুততম সময়ে সমস্যা সমাধানের ক্ষেত্রে ইতিপূর্বে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছিল সমাজসেবা অধিদপ্তর। ৪২টি উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে নাগরিক সেবা সহজীকরণে কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তির তথ্য ভান্ডার, ভাতা কার্যক্রমের তথ্য ভান্ডার, ক্যানসার, কিডনি ও লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসিমিয়া রোগীর আর্থিক সহয়তা আবেদন, শিশুর তথ্য সংরক্ষণ ও পরিকল্পনা প্রণয়নে চাইল্ড ম্যানেজমেন্ট সিস্টেম, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনলাইন আবেদন, জাতীয় সমাজসেবা একাডেমির প্রশিক্ষণ ব্যবস্থাপনা, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সহজ শিক্ষণের জন্য অডিও বুক ও অডিও ডিভাইস, শিশু নির্যাতন ও শিশু অধিকার সুরক্ষা হেল্প লাইন, ই-সমাজকল্যাণ বার্তা, সমাজসেবার তথ্য ও যোগাযোগ সেবা অ্যাপ, আর্থিক ব্যবস্থাপনা সিস্টেম, প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সিস্টেম ইত্যাদি ডিজিটাল কার্যক্রম বাস্তবায়ন করছে সমাজসেবা অধিদপ্তর।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা তথা আজকের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ডিজিটাল সমাজসেবা অধিদপ্তর গড়ার দীপ্ত শপথে ডিজিটাল মহাপরিচালক (ডিজি) খ্যাত গাজী মোহাম্মদ নূরুল কবিরের নেতৃত্বে বলিষ্ঠ আর উদ্দীপ্ত একঝাঁক কর্মকর্তা-কর্মচারী প্রতিনিয়ত মানুষের হাতের মুঠোয় নাগরিক সেবা পৌঁছে দিতে উদ্ভাবনী কাজ করে যাচ্ছেন অবিরত।

বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সরকারের অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

* মো. সাজ্জাদুল ইসলাম: উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর

শ্রেষ্ঠ ডিজিটাল অধিদপ্তর হিসেবে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেয়েছে সমাজসেবা অধিদপ্তর। ছবি: সংগৃহীত
শ্রেষ্ঠ ডিজিটাল অধিদপ্তর হিসেবে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেয়েছে সমাজসেবা অধিদপ্তর। ছবি: সংগৃহীত