'অ আ ক খ' স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের বই তুলে দিলেন আজিজুল হাকিম

সাভারের সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যাপীঠ ‘অ আ ক খ’ স্কুলে পাঠ্যবই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন অভিনয়শিল্পী আজিজুল হাকিম। ছবি: লেখক
সাভারের সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যাপীঠ ‘অ আ ক খ’ স্কুলে পাঠ্যবই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন অভিনয়শিল্পী আজিজুল হাকিম। ছবি: লেখক

সাভারের সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যাপীঠ ‘অ আ ক খ’ স্কুলে নতুন বই বিতরণের মধ্য দিয়ে পাঠ্যবই উৎসব এবং বার্ষিক ফলাফল ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বার্ষিক ফলাফল এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের বিনা মূল্যে নতুন বই দেওয়া হয়।

‘অ আ ক খ’ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. কাজী আয়শা সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠানে অভিনয়শিল্পী আজিজুল হাকিম, টেক্সপ্রেগো লিমিটেডের অ্যাডমিন বিভাগের ডিজিএম খন্দকার সালেক, টিভি ওয়ান নিউজের ম্যানেজিং এডিটর আজহার ভূঁইয়া এবং এক্সপার্ট মেডিকেল ডক্টরের ডা. ওয়াজেদ জামিল উপস্থিত ছিলেন।

এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতিত্ব অর্জন করা শিক্ষার্থীদের নগদ অর্থ তুলে দেওয়া হয় অনুষ্ঠানে। ছবি: লেখক
এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতিত্ব অর্জন করা শিক্ষার্থীদের নগদ অর্থ তুলে দেওয়া হয় অনুষ্ঠানে। ছবি: লেখক

আজিজুল হাকিম বলেন, ‘চিকিৎসকদের এমন সুন্দর উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। চিকিৎসাসেবার পাশাপাশি সমাজ বিনির্মাণে তাঁদের অংশগ্রহণ প্রমাণ করে, এ দেশের চিকিৎসকেরা মানবিক মানুষ। স্কুলে যখন কোনো সাংস্কৃতিক প্রশিক্ষণের প্রয়োজন পড়বে, তখন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে আমি পাশে থাকব।’

স্কুলের সভাপতি ডা. কাজী আয়শা সিদ্দীকা বলেন, শিক্ষা হলো জীবনের আলো। সুবিধাবঞ্চিত এসব শিশু একদিন নিজেরা যেমন আলোকিত হবে, তেমনি তারা দেশকেও আলোকিত করবে। শিশুদের আমরা সেভাবেই গড়ে তুলছি। সুবিধাবঞ্চিত বলে এরা কখনো যেন পিছিয়ে না পড়ে, সে জন্য আমরা অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রচেষ্টায় একদিন এরা অনেক দূর এগিয়ে যাবে—সেই প্রত্যাশা রাখি।’

এ বছর প্রথম প্রাথমিক সমাপনী পরীক্ষায় দুটি স্কুল থেকে মোট ১১ শিক্ষার্থী অংশ গ্রহণ করে ১১ জনই পাসের কৃতিত্ব অর্জন করে। কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে টেক্সপ্রেগোর পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেন খন্দকার সালেক।

‘অ আ ক খ’ স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা। ছবি: লেখক
‘অ আ ক খ’ স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা। ছবি: লেখক

সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের নিয়ে ‘অ আ ক খ’ স্কুল গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ২০১৬ সালে যাত্রা শুরু করে। টেক্সপ্রেগোসহ বিভিন্ন চিকিৎসক ও ব্যক্তির সার্বিক সহযোগিতায় সারা বাংলাদেশে দুটি শাখা আছে। যার মধ্যে একটি সাভারে, অপরটি সিরাজগঞ্জের যমুনার দুর্গম চরে। সাভার শাখায় ৮৫ জন ও সিরাজগঞ্জ শাখায় ১২৪ ছিন্নমূল শিক্ষার্থী বর্তমানে লেখাপড়া করছে।