সাভারে বউ-শাশুড়ি উৎসব শুরু রোববার

সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে দুই দিনব্যাপী বউ-শাশুড়ি ও বয়স্ক উৎসব শুরু হবে রোববার। ছবি: লেখক
সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে দুই দিনব্যাপী বউ-শাশুড়ি ও বয়স্ক উৎসব শুরু হবে রোববার। ছবি: লেখক

সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে আগামী রোববার থেকে শুরু হচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে দুই দিনব্যাপী বউ-শাশুড়ি ও বয়স্ক উৎসব। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে এ ব্যতিক্রমী উৎসব।

আয়োজকেরা জানান, জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বউ-শাশুড়ি সম্পর্ক ও স্বাস্থ্যবিষয়ক বিশেষ নাটক মঞ্চস্থ হবে। এ ছাড়া বউ-শাশুড়ির খেলাধুলা, দাদি-নাতি ও বয়স্কদের অংশগ্রহণে বিশেষ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।

মেলায় বউ-শাশুড়ি সম্পর্ক ও স্বাস্থ্যবিষয়ক বিশেষ নাটক মঞ্চস্থ হবে। এ ছাড়া বউ-শাশুড়ির খেলাধুলা, দাদি-নাতি ও বয়স্কদের অংশগ্রহণে বিশেষ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। ছবি: লেখক
মেলায় বউ-শাশুড়ি সম্পর্ক ও স্বাস্থ্যবিষয়ক বিশেষ নাটক মঞ্চস্থ হবে। এ ছাড়া বউ-শাশুড়ির খেলাধুলা, দাদি-নাতি ও বয়স্কদের অংশগ্রহণে বিশেষ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। ছবি: লেখক

আয়োজকেরা বলেন, সমাজের আসল দুর্বলতা থেকে বের হয়ে আসার এক অসাধারণ প্রয়াস এই ‘বউ-শাশুড়ি ও বয়স্ক উৎসব’। উৎসব মেলায় এলাকার নারী, বউ ও শাশুড়ি এবং বয়স্কদের (৬০ বছরের অধিক) বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। সবার জন্য উন্মুক্ত থাকবে এ আয়োজন।