টিফিনের টাকায় শীতার্ত শিশুদের পাশে 'শিশু নেটওয়ার্ক'

‘সিঙ্গিমারী শিশু ও যুব নেটওয়ার্ক’–এর স্কুল থেকে ঝরে পড়া দেড় শতাধিক শিশুদের আবারও স্কুলমুখী করার পাশাপাশি শীতার্ত শিশুদের পাশে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। ছবি: লেখক
‘সিঙ্গিমারী শিশু ও যুব নেটওয়ার্ক’–এর স্কুল থেকে ঝরে পড়া দেড় শতাধিক শিশুদের আবারও স্কুলমুখী করার পাশাপাশি শীতার্ত শিশুদের পাশে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। ছবি: লেখক

আনিকা, নয়ন, তুষার ও পিংকি সবাই শিক্ষার্থী। তারা শুধু লেখাপড়ার মাঝে ব্যস্ত নয়। ব্যস্ত সামাজিক কাজেও। আর তাই টিফিনের টাকা জমিয়ে শীতার্ত ও স্কুল থেকে ঝরে পড়া শিশুদের সহযোগিতা করে যাচ্ছে এরা।

৩০ জন সমবয়সী শিক্ষার্থী ‘সিঙ্গিমারী শিশু ও যুব নেটওয়ার্ক’ নামে একটি শিশু সংগঠন তৈরি করেছে। ওই সংগঠনের মাধ্যমে স্কুল থেকে ঝরে পড়া দেড় শতাধিক শিশুদের আবারও স্কুলমুখী করার পাশাপাশি শীতার্ত শিশুদের পাশে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ নিয়ে এগিয়ে এসেছে আনিকা–নয়নদের শিশু সংগঠনটি।

গতকাল শুক্রবার সকালে জেলার হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নে তাদের কার্যক্রমের প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।

সিঙ্গিমারী শিশু ও যুব নেটওয়ার্কের সভাপতি মাসুদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুল্লাহ টাইফুন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) লালমনিরহাট জেলা ইউনিটের সম্পাদক আসাদুজ্জামান সাজু ও রূপান্তরের সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান।

আরও বক্তব্য দেন মনিরুল ইসলাম পল্লব, প্রবীণ সাংবাদিক কাজী আলতাব হোসেন, ইউপি সদস্য মোশারফ হোসেন, শিশু নেটওয়ার্কের সদস্য আনিকা, সাজু, তুষার, মাইদুল ও মিজানুর। অনুষ্ঠানে দেড় শতাধিক শীতার্ত শিশুর মাঝে টিফিনের টাকা জমিয়ে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করেন সিঙ্গিমারী শিশু ও যুব নেটওয়ার্কের সদস্যরা।