মুজিব বর্ষে আবৃত্তিমেলা প্রকাশ করল হাসান হামিদের 'বঙ্গবন্ধু'

মুজিব বর্ষ উপলক্ষে ‘আবৃত্তিমেলা’ চ্যানেল সম্প্রতি প্রকাশ করেছে তরুণ কবি হাসান হামিদের কবিতা ‘বঙ্গবন্ধু’।

বাংলাদেশের জনপ্রিয় আবৃত্তিশিল্পী ও ‘আবৃত্তিমেলা’র প্রতিষ্ঠাতা মাহিদুল ইসলাম মাহি বলেছেন, “বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে ‘আবৃত্তিমেলা’ চ্যানেল কবিদের বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতার আবৃত্তিগুচ্ছ প্রকাশ করবে। প্রথম প্রকাশিত হলো তরুণ কবি হাসান হামিদের কবিতা ‘বঙ্গবন্ধু’। আমার বিশ্বাস, এ কবিতাটি বঙ্গবন্ধুকে নিবেদিত সর্বকালের অন্যতম সেরা কবিতার মর্যাদা পাবে।

তরুণ কবি হাসান হামিদের লেখালিখি শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার সময়ে। ইতিমধ্যে দৈনিক পত্রিকায় কলাম লিখে পরিচিতি পেয়েছেন। বাংলাদেশের বাইরে তাঁর লেখা বেশ কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের ‘আর্টিকেল প্ল্যানেট’, ফিলিপাইনের ‘জিওডি’ এবং বেলজিয়ামের ‘সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম’–এর জার্নালে। সাহিত্যে কাজের স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে পেয়েছেন ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার’।