শত স্বপ্ন গড়ার সাক্ষী গণবিশ্ববিদ্যালয়ের সবুজ লেক

সাভারের গণবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনের অংশ মুখরিত থাকে আড্ডায়। ছবি: লেখক
সাভারের গণবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনের অংশ মুখরিত থাকে আড্ডায়। ছবি: লেখক

এ পানি সবুজের চেয়েও সবুজ। বিশাল আকাশ-ভবন টুপ করে পানির তলে ডুবে যায়। সাভারের গণবিশ্ববিদ্যালয় (গবি) ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনের অংশ এটি। পাশেই বাদামগাছের সমাহার। ঝরাপাতার শব্দ, শিক্ষার্থীদের মিষ্টি ডাকে মুখরিত এ অংশটা ক্যাম্পাসের অন্যতম আড্ডার স্থল।

বিশ্ববিদ্যালয়ের সবুজে ছেয়ে যাওয়া ক্যানটিনের সামনের জায়গাজুড়ে অবস্থিত এ লেক। চারপাশ ব্যস্ততা থাকে রোজ। কেউ বসে গিটারে সুর বাঁধে, কেউবা ভালোবাসার জাল বুনে। চড়ুইভাতি, জন্মোৎসব, আড্ডা, ফটোশুট কী হয় না এখানে।

লেকের কাছেই ঝালমুড়ি খেতে খেতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুপর্ণা রহমান টুছি জানান, ঋতু বদলের সঙ্গে সঙ্গে বদলে যায় এর প্রকৃতি। গ্রীষ্মে সোনালি রোদ, শরতের নীল আকাশ কিংবা শ্রাবণের মেঘগুলো আকাশে জড়ো হতেই বদলে যায় লেকের চেহারা। প্রকৃতি যেন সমস্ত সুধা ঢেলে দেয় এতে।

লেকের প্রাকৃতিক সৌন্দর্য ক্যাম্পাসের পরিবেশকে করে তুলেছে আরও সতেজ ও নির্মল।

লেকের চারপাশে বিশ্ববিদ্যালয় প্রশাসন তৈরি করেছে মসৃণ লাল ইটের সরু পথ। আছে পুরোনো খেজুরগাছ। থমকে থমকে আড্ডার ধ্বনি ভিড় করে লেকের পাড় হিটলার চত্বরে। চাইলেই প্রিয়জন বা বন্ধুবান্ধবের সঙ্গে কাটানো যায় সুন্দর সময়।

দিনরাত শিক্ষার্থীদের কলরবে মুখরিত থাকে এ লেকের চারদিক। রোজকার কত শত গল্প জমে এখানে, কত স্বপ্নের সূচনা হয় এখান থেকেই। আছে ঝুমবৃষ্টিতে ভিজে যাওয়া বাদামতলায় ভালোবাসি বলার গল্প, আছে হৃদয় ক্ষরণের গল্প, আছে কাঁধে কাঁধ মিলিয়ে চলা বন্ধুত্বের গল্প। এখানে চলে আড্ডা, গান, আলোচনা, পূর্ণিমায় জোছনাবিলাস ও শীতে কুয়াশামিছিল।

সবুজ লেক নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে শিক্ষার্থী মেহেদীজ্জামান জামান বলেন, ‘এ লেক আমাদের খুব আবেগের জায়গা। কত আড্ডা চলে, গান, কবিতা। কত স্মৃতি এখানটায়। ক্যাম্পাসজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়া লেকের মায়াজাল তাই তো শেষ বেলায় পিছু টানে খুব।’

তবু মায়াজাল ছিঁড়ে বছর বছর বিদায় নেয় পুরোনো ব্যাচ, নতুন ব্যাচ আসে, নতুন মায়ায় জড়ায়। কবিতা–গানের আসর জমে, নতুন স্বপ্ন, নতুন সব গল্প, শুধু দৃশ্যপট একই। বছরের পর বছর জমা হওয়া সব টুকরো স্মৃতি গল্পের রাজসাক্ষী হয়ে থাকে সবুজ লেক।

এই লেক বর্তমানে সবুজ আগাছায় ভরে গেছে। তিন-চার বছর ধরে এভাবেই পড়ে আছে। কিন্তু প্রশাসনের এখনো নজরে আসেনি।