ফরিদপুরের 'শতবর্ষী' আমগাছ কেটে ফেলা হচ্ছে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর গ্রামের শতবর্ষী আমগাছটি কেটে ফেলা হচ্ছে। ছবি: লেখক
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর গ্রামের শতবর্ষী আমগাছটি কেটে ফেলা হচ্ছে। ছবি: লেখক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর গ্রামের একমাত্র শতবর্ষী আমগাছটি কেটে ফেলা হচ্ছে। গতকাল বুধবার থেকে আমগাছটির ডালপালা কাটা শুরু হয়।

জমিজমা ভাগাভাগির ফলে গাছটি কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন জমির মালিকেরা।

জমিজমা ভাগাভাগির ফলে গাছটি কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন জমির মালিকেরা। ছবি: লেখক
জমিজমা ভাগাভাগির ফলে গাছটি কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন জমির মালিকেরা। ছবি: লেখক

বহু মালিকানার আমগাছটি ভূমির পাশে হওয়ায় স্থানীয় লোকজনের কাছে এটি ‘ভূইরামগাছ’ হিসেবে পরিচিত ছিল। জনশ্রুতি আছে, গাছটির বয়স শতবর্ষেরও কাছাকাছি। কেউ কেউ বলেন, শতবর্ষের বেশি হবে।

উত্তরাধিকারদের মধ্য জমিজমা ভাগাভাগির ফলে সেই আমগাছটি কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন জমির ছয়জন মালিক। ভূইরামগাছ নিয়ে গ্রামের বৃদ্ধ থেকে শুরু করে তরুণ প্রজন্ম, সবারই হাজারো স্মৃতি জড়িয়ে রয়েছে। বাস্তবতা মেনে গাছটি কেটে ফেলা হলেও মালিক ও স্থানীয় লোকজনের মধ্যে চাপা দুঃখ বিরাজ করছে।