ঝালকাঠি বন্ধুসভার ক্যাম্পেইন 'অতিথি পাখি শিকারকে না বলি'

ঝালকাঠি প্রথম আলো বন্ধুসভা পরিযায়ী পাখি শিকার না করার ক্যাম্পেইনের আয়োজন করেছে। ছবি: সংগৃহীত
ঝালকাঠি প্রথম আলো বন্ধুসভা পরিযায়ী পাখি শিকার না করার ক্যাম্পেইনের আয়োজন করেছে। ছবি: সংগৃহীত

ঝালকাঠি প্রথম আলো বন্ধুসভা অতিথি পাখি শিকার না করার এক ক্যাম্পেইনের আয়োজন করেছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত ক্যাম্পেইনে বিভিন্ন স্লোগান, বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন সম্পর্কে অবহিত করা হয়।

ঝালকাঠির ধানসিড়ি, সুগন্ধা ও বিশখালী নদীর চরগুলোর অতিথি পাখি যেন শিকার না করে, সে জন্য এই ক্যাম্পেইনের আয়োজন করে ঝালকাঠি প্রথম আলো বন্ধুসভা। ‘অতিথি পাখি শিকারকে না বলি’—এই ক্যাম্পেইনে বিশেষ ভূমিকা রেখে সহযোগিতা করেন ঝালকাঠি বন্ধুসভার উপদেষ্টা সামসুল হক।

পরিবেশের ভারসাম্য ও প্রাণ-প্রকৃতি রক্ষায় পাখির অবদান কম নয়। তবে দিন দিন পাখির অভয়াশ্রম ধ্বংস করা হচ্ছে। এতে অনেক প্রজাতির পাখি বিলুপ্তপ্রায়। এ কারণে পরিবেশের ভারসাম্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এ থেকে পরিত্রাণ পেতে পাখি শিকার বন্ধ ও নিরাপদ আশ্রয়স্থল সংরক্ষণ করতে হবে। পাশাপাশি বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের সঠিক প্রয়োগ করে পাখি শিকার বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের সঠিক প্রয়োগের দাবি ও পাখি শিকার বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছে ঝালকাঠি প্রথম আলো বন্ধুসভা। ছবি: লেখক
বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের সঠিক প্রয়োগের দাবি ও পাখি শিকার বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছে ঝালকাঠি প্রথম আলো বন্ধুসভা। ছবি: লেখক

আয়োজনে উপস্থিত ছিলেন ঝালকাঠি বন্ধুসভার উপদেষ্টা সামসুল হক, বন্ধুসভার সভাপতি মো. শাকিল হাওলাদার, সহসভাপতি খান জাহান রিমন, সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল রহমান, সহসাধারণ সম্পাদক শাকিলা আক্তার, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, পাঠচক্র সম্পাদক তানভীর ফয়সাল, দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিক, সাহিত্য সম্পাদক অনামিকা সাহা, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সহসাধারণ সম্পাদক শফিক রুবেল, বিজ্ঞানবিষয়ক সম্পাদক উম্মে নিঝুম, সদস্য তাইয়্যেবা আক্তার, নাজিয়াত মল্লিক, আফরোজা জামানসহ অন্য অনেক বন্ধু।

‘অতিথি পাখি শিকারকে না বলি’ ক্যাম্পেইনে আয়োজক ঝালকাঠি বন্ধুসভা। ছবি: লেখক
‘অতিথি পাখি শিকারকে না বলি’ ক্যাম্পেইনে আয়োজক ঝালকাঠি বন্ধুসভা। ছবি: লেখক

*মো. সাব্বির হোসেন: সহসাধারণ সম্পাদক